shono
Advertisement
Winter

কুয়াশার বাধা কাটিয়েই নিম্নমুখী পারদ, চলতি সপ্তাহে বাংলাজুড়ে শীতের আমেজ

বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে, জানাচ্ছে হাওয়া অফিস।
Published By: Sucheta SenguptaPosted: 09:48 AM Dec 10, 2024Updated: 10:10 AM Dec 10, 2024

নিরুফা খাতুন: কুয়াশা, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ - এত বাধা উপেক্ষা করেও বঙ্গে ভরপুর শীতের আমেজ। পারদ পতন অব্যাহত। সপ্তাহের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত জমিয়ে শীত উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। এমনই সুখবর শোনাচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস, বুধবার থেকে আরও কমবে তাপমাত্রা। সপ্তাহান্তে কলকাতায় তাপমাত্রার পারদ এসে দাঁড়াবে ১৫ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। আর পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি বা তারও কম। উত্তরবঙ্গেও আরও বেশি করে অনুভূত হবে শীত। তবে সঙ্গী হবে ঘন কুয়াশা।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত হয়ে বিদায় নিয়েছে। ফলে উত্তরে হাওয়া প্রবেশে কোনও বাধা নেই। যার জন্য সকাল-সন্ধ্যায় বেশ ভালোই ঠান্ডা আমেজ টের পাওয়া যাচ্ছে। তবে একটি ঘুর্ণাবর্ত রয়েছে অসমে। আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বাংলাদেশে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোনোর কথা। অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। বুধবার এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করতে পারে। অন্যদিকে, উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড।

উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কুয়াশার সতর্কতা রয়েছে দার্জিলিং-সহ পার্বত্য জেলাগুলিতে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। পাঁচ জেলায় ঘন কুয়াশা এবং বাকি তিন জেলাও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশাচ্ছন্ন থাকবে। ঘন কুয়াশার পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদহে। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে। দু-এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় প্রায় একই রকম থাকবে। বুধবার থেকে তা নামতে শুরু করবে এবং আগামী তিনদিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রার পারদ। সপ্তাহান্তে কলকাতায় ১৫ ডিগ্রি বা তার নিচে থাকবে উষ্ণতা। হাওয়া অফিসের পূর্বাভাস, ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি জেলাতেও সকালের আবহাওয়া থাকবে মাঝারি কুয়াশায় ঘেরা। তবে বুধবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ, কুয়াশা। আর এই জোড়া ফলায় রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে। বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। ফলে শীতের আমেজ কিছুটা ধাক্কা খেলেও দিনভর ঠান্ডা উপভোগ করা যাচ্ছে। বুধবার থেকে পরিষ্কার আকাশ। ফের ধীরে ধীরে নামবে পারদ। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পারদ নামবে। সপ্তাহের শেষে ফিরবে জমিয়ে শীতের আমেজ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪০ থেকে ৯১ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য, ০.৮ মিলিমিটার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কুয়াশাচ্ছন্ন পরিবেশেও জাঁকিয়ে শীতের আমেজ বঙ্গে।
  • সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে, পূর্বাভাস হাওয়া অফিসের।
Advertisement