shono
Advertisement

বছরের শেষ রবিবার হাওয়াবদল, তাপমাত্রার পারদ চড়ল রাজ্যে

তাপমাত্রা বাড়ায় মনখারাপ শীতবিলাসীদের৷ The post বছরের শেষ রবিবার হাওয়াবদল, তাপমাত্রার পারদ চড়ল রাজ্যে appeared first on Sangbad Pratidin.
Posted: 11:57 AM Dec 30, 2018Updated: 11:59 AM Dec 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুটা হলেও ছন্দ কাটল শীতের৷ গত কয়েকদিনের নিম্নমুখী পারদ থমকাল বছরের শেষ ছুটির সকালে। এবার তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী। শনিবার কলকাতার তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা বাড়ল প্রায় দেড় ডিগ্রি। এদিনের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

[আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলপাঠ্যে মুখ্যমন্ত্রীর কবিতা]

দিনকয়েক ধরে শীতের দাপটে কাবু শহরবাসী। গত পাঁচ বছরে এরকম ঠান্ডা পড়েনি কলকাতায়। শুধু কলকাতা নয়, গোটা রাজ্য জুড়েই হু হু করে নেমেছে তাপমাত্রার পারদ। বছরের শেষে শীতের আমেজের মজা নিতে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলিতে ভিড় বাড়তে শুরু করেছে ঠিকই। তবে বছরের শেষ রবিবার সকালে আবার উলটপুরাণ। পারদ নামার বদলে উঠল বেশ খানিকটা। কয়েকদিন আগে যে ১২ ডিগ্রিকে হাড়কাঁপানো ঠান্ডা বলে মনে হচ্ছিল। সেই ১২ ডিগ্রিতেই রবিবার সকালে হালকা গরম বোধ করেছেন কলকাতাবাসী। শীতবিলাসীদের মনে এখন একটাই প্রশ্ন, তাহলে কি শীতের স্থায়িত্ব ছিল মাত্র তিন-চারদিন? এবার কি পারদ আবার ঊর্ধ্বমুখী হবে? আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যদিও এ বিষয়ে এখনই কিছু জানা যায়নি। শুধু জানা গিয়েছে, এদিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি কম। তবে তাপমাত্রার পারদ রবিবার কিছুটা ঊর্ধ্বমুখী হলেও অনেকেরই আশা, হয়তো জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীত অনুভূত হবে৷ শনিবার পর্যন্ত অন্তত আবহবিদরাও এমনই আশার বাণী শুনিয়েছিলেন৷

[উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, সিকিমে শুরু তুষারপাত]

শীতে কাবু উত্তরবঙ্গও৷ প্রায় এক দশক পর চলতি বছর ডিসেম্বরের শেষে বরফ পড়েছে দার্জিলিংয়ে। শুক্রবার বিকেল থেকেই তুষারপাত শুরু হয়। প্রতি বছর টাইগার হিল ও সান্দাকফুতে বরফ পড়লেও ডিসেম্বরে দার্জিলিংয়ে বরফ দেখা যায় না। এবার তাই তুষারপাতের জেরে পর্যটকদের মধ্যে আনন্দের রেশ অনেকটাই বেশি। দার্জিলিংয়ের পেডং এবং ঘুমেও বরফ পড়েছে। সিকিম এবং দার্জিলিংয়ের অনেক জায়গাতেই তাপমাত্রা নেমে গিয়েছে শূন্যের নিচে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও ব্যাপক শীত।

The post বছরের শেষ রবিবার হাওয়াবদল, তাপমাত্রার পারদ চড়ল রাজ্যে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement