shono
Advertisement
IND vs SA

সূর্য-সংকট নিয়ে আহমেদাবাদে সিরিজ জয়ের যুদ্ধে নামছে ভারত, গিল খেলবেন?

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে গম্ভীরকে।
Published By: Arpan DasPosted: 03:30 PM Dec 19, 2025Updated: 03:30 PM Dec 19, 2025

স্টাফ রিপোর্টার: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে চুনকাম হতে হয়েছে ভারতকে। বিরাট কোহলি এবং রোহিত শর্মার বিক্রমে ওয়ান ডে সিরিজ জিতলেও, টি-টোয়েন্টি সিরিজের নিষ্পত্তি এখনও বাকি। সব কিছু ঠিকঠাক চললে, গতকাল লখনউয়েই সিরিজের নিষ্পত্তি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। আপাতত সিরিজে ২-১ এগিয়ে থাকা ভারত যদি বুধবার জিতত লখনউয়ে, তা হলে শুক্রবারের আমেদাবাদ পর্যন্ত অপেক্ষা করার কোনও প্রয়োজনই পড়ত না। কিন্তু জয়-পরাজয় পরের ব্যাপার। সর্বাগ্রে তো খেলাটা হতে হবে। যোগীরাজ্যে খেলাটাই হয়নি। কারণ, ঘোর বায়ুদূষণে সৃষ্ট কুয়াশা। যা অতীব ক্ষতিকারক বললেও কম বলা হয়। যার জেরে আম্পায়াররা দফায়-দফায় পরীক্ষার পর খেলা বাতিল ঘোষণা করে দিতে বাধ্য হন। কারণ, ঘন কুয়াশায় দু'হাত দূরের বস্তু পর্যন্ত দেখা যাচ্ছিল না।

Advertisement

অগত্যা, আজ আমেদাবাদে সিরিজ ফয়সলার লড়াই। এটা ঘটনা যে, টি-টোয়েন্টি সিরিজ ভারতের হারার কোনও জায়গা নেই। বড়জোর সিরিজ ড্র হবে। কিন্তু বাস্তব হল, টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ যদি জেতা সম্ভব না হয়, তা হলে গৌতম গম্ভীরের ভারত নিয়ে ক্রিকেটপ্রেমীদের রোষ আরও তীব্র হবে। তাই আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেন তেন প্রকারেণ জিততেই হবে ভারতকে। এবং এক নয়, দু'খানা প্রশ্নের সমাধান সহ।

টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব আর সহ অধিনায়ক শুভমান গিলের ফর্ম নিয়ে প্রশ্নের উত্তর-সহ। এখানে বলে রাখা যাক, শুক্রবার গিল খেলতে পারবেন কি না, তা নিয়ে প্রবল সন্দেহ রয়েছে। কারণ, লখনউ ম্যাচের আগে ভারতের নেট সেশনে তাঁর পায়ের পাতায় চোট লেগেছিল। লখনউয়ে খেলা যদি হত, তা হলেও নামতে পারতেন না গিল। দিন কয়েক আগে যিনি ঘাড়ের চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন। যে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট এবং পুরো ওয়ান ডে সিরিজ খেলতে পারেননি তিনি। তা ছাড়া গিলের ফর্মও দুঃসহ চলছে। শেষ টি-টোয়েন্টিতে ২৮ বলে ২৮ করে আউট হয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাতে খুব বেশি ম্যাচ পাবে না ভারত। গিলের পরিবর্তে যদি কাউকে ভাবতে-টাবতে হয়, তা হলে আগামী জানুয়ারির নিউজিল্যান্ড সিরিজ ছাড়া গতি নেই। কিন্তু তার আগে গিলকে একবার চূড়ান্ত দেখে নিতে হবে তো! কিন্তু আজ আমেদাবাদে সেই সুযোগ পাওয়া যাবে কি না, কেউ জানে না। যদিও পঞ্চম টি-টোয়েন্টি খেলতে টিমের সঙ্গে আমেদাবাদ পৌঁছেছেন শুভমান।

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব-তিনি আর এক ধাঁধা। কিছু সময় আগেও টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার ছিলেন সূর্য। এমন নয়, তিনি ভারতের হয়ে আর কোনও ফর্ম্যাট খেলেন। একমাত্র টি-টোয়েন্টিতে সূর্যকে দেখা যায়। সেই ফর্ম্যাটে ইদানিংকালে তাঁর ফর্ম এমনই তলানিতে যে, বিশ্বকাপের আগে অধিনায়ককে নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। চলতি বছরে গোটা কুড়ি টি-টোয়েন্টি ম্যাচে আঠারোটা ইনিংস খেলেছেন সূর্য। রান করেছেন মাত্র ২১৩। ১৪.২০ ব্যাটিং গড়ে! মাত্র একটা হাফসেঞ্চুরি সহ। হালফিলে সূর্য সাংবাদিক সম্মেলনে এসে নিজের ফর্ম নিয়ে প্রায়ই বলেন যে, নেটে খেলতে কোনও রকম অসুবিধে হচ্ছে না তাঁর। রান পাওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু সেই অপেক্ষার শেষ কোথায়, বিশেষ বোঝা যাচ্ছে না।

আহমেদাবাদে আজ শেষ টি-টোয়েন্টি জিতে ভারতকে তাই সিরিজ জয় সম্পন্ন করলে চলবে না। সঙ্গে বিশ্বকাপের আগে খুঁজে বার করতে হবে বাকি প্রশ্নের সমাধান-পথও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে চুনকাম হতে হয়েছে ভারতকে।
  • বিরাট কোহলি এবং রোহিত শর্মার বিক্রমে ওয়ান ডে সিরিজ জিতলেও, টি-টোয়েন্টি সিরিজের নিষ্পত্তি এখনও বাকি।
  • সব কিছু ঠিকঠাক চললে, গতকাল লখনউয়েই সিরিজের নিষ্পত্তি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল।
Advertisement