shono
Advertisement
PM Narendra Modi

মোদির মুকুটে নয়া পালক, এবার ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত ভারতের প্রধানমন্ত্রী

PM Modi in Oman: বুধবার ওমানে পৌঁছেছেন মোদি।
Published By: Subhodeep MullickPosted: 01:47 PM Dec 19, 2025Updated: 03:23 PM Dec 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে নয়া পালক। এবার ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি। বৃহস্পতিবার তাঁকে ‘অর্ডার অফ ওমান’-এ সম্মানিত করলেন সেদেশের সুলতান হাইথাম বিন তারিক। সম্মান পেয়ে আপ্লুত মোদি বলেন, “এটি দু’দেশের ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক। ভারত-ওমানের সম্পর্ক বহু পুরনো।”

Advertisement

সোমবার থেকে শুরু হয়েছে মোদির বিদেশ সফর। প্রথম পর্যায়ে জর্ডনে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী। তারপর ইথিওপিয়ায় গিয়েছেন তিনি। এরপর বুধবার তিনি ওমানে পৌঁছন। ইথিওপিয়ায় সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন মোদি। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি তাঁকে প্রদান করেছেন, ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’। এবার ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত ভারতের প্রধানমন্ত্রী। এই নিয়ে এখনও পর্যন্ত বিদেশি রাষ্ট্রগুলি থেকে তিনি মোট ২৯টি নাগরিক সম্মান পেলেন।

মোদি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে আমি আপ্লুত। ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং ওমানের নাগরিকদের আমি কৃতজ্ঞতা জানাই। এটি ভারত-ওমানের ভালোবাসা এবং বিশ্বাসের প্রতীক।’ এবছর ভারত-ওমানের সম্পর্কে ৭০ বছর পূর্ণ করল। সেই উপলক্ষেই ওমানের রাজধানী মাসকটে পা রেখেছেন প্রধানমন্ত্রী। দু’দেশের সম্পর্ক মজবুত করতে ইতিমধ্যেই তিনি সেখান থেকে বিশেষ বার্তা দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে নয়া পালক।
  • এবার ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি।
  • বৃহস্পতিবার তাঁকে ‘অর্ডার অফ ওমান’-এ সম্মানিত করলেন সেদেশের সুলতান হাইথাম বিন তারিক।
Advertisement