ব্রতদীপ ভট্টাচার্য: কোথাও তামিলনাড়ুর শিব মন্দির। আবার কোথাও বা থিমের ছটা। কোথাও আবার শিশু শ্রমের বিরুদ্ধে বার্তা দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। শারদোৎসবের ঘোর কাটিয়ে বাঙালি বর্তমানে মেতে উঠেছে কালীর আরাধনায়। রাত পোহালেই দীপাবলি। আলোর উৎসব। আর এই আলোর উৎসবে মেতে উঠেছে কলকাতার পাশের জেলা উত্তর চব্বিশ পরগনা। জেলা সদর বারাসত ও পাশের মধ্যমগ্রাম জুড়ে যেন এক উৎসবের মেজাজ। প্যান্ডেলে ঢোকার সময় লাইন নিয়ে যাতে বিশৃঙ্খলা না দেখা দেয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ।
ওদিকে জেলার অন্যপ্রান্তে নৈহাটিতে বড় কালী দেখতে মানুষের ঢল নামল বলে! বারাসতের কালীপুজোর আকর্ষণ বরাবরের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বারাসতের কালীপুজো দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। প্রতিবারের মতো এবারেও বারাসতে কালীপুজোর জমজমাট আয়োজন। ছোট-বড় মিলিয়ে একাধিক পুজো হয় বারাসতে। যারমধ্যে কেএনসি রেজিমেন্ট, পায়োনিয়ার পার্ক, রেজিমেন্ট, শতদল ক্লাবের পুজো প্রতিবারই নজর কাড়ে। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। কোথাও তৈরি হয়েছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির কিংবা গুজরাটের সোমনাথ মন্দির। কোথাও থাকছে মায়ানমারের সেডাগন প্যাগোডার আদলে মণ্ডপসজ্জা। আবার কোথাও ফুটে উঠেছে কাশীর গঙ্গাতীর। কোথাও আবার ভাবনা কালচারাল হেরিটেজ অফ বাংলা।
[আরও পড়ুন: সম্পত্তির লোভে বৃদ্ধ দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ ছেলের, হাত বাদ গেল মায়ের]
তবে এবার পুজোর ধরন বদলাচ্ছে। এতদিন বারাসতের পুজোগুলিতে লাইন সামলানোর দায়িত্ব থাকত ক্লাবগুলির উপর। তাদের সদস্যরাই সে ব্যবস্থা করতেন। এবার আর তা হচ্ছে না। এবার পুজোয় লাইন সামলাবে পুলিশ। বারাসতের ক্ষেত্রে অভিযোগ হল বরাবরই বারাসতে প্যান্ডেলে ঢোকার সময় লাইন নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। এবার সেই অভিযোগের ভিত্তিতেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় সামলাবেন জেলা পুলিশের আধিকারিকরা। পুলিশের তরফে স্পষ্ট নির্দেশ, লাইন কোনওভাবেই আটকানো যাবে না, যাতে যানজট হয়। প্যান্ডেলের ভিতরেও বেশিক্ষণ ভিড় জমানো যাবে না। লাইন সব সময় খোলা থাকবে।
এছাড়াও এবার জনবহুল মণ্ডপ চত্বরে বায়ো-টয়লেট বসানোর পরিকল্পনা করছে বারাসত পুরসভা। পুরসভা সূত্রে খবর, বারাসতে এক একটি মণ্ডপে দীর্ঘ লাইন পড়ে। প্রতিমা দর্শনে আসেন প্রবীণ ও মহিলারাও। সে কারণেই এবার বায়ো-টয়লেট রাখা হবে বলে জানা গিয়েছে। গত বছর বারাসতের চাঁপাডালি মোড় ও কলোনি মোড়ে দুটি বায়ো-টয়লেট করা হয়েছিল। এই বছর বায়ো-টয়লেট বসানো হবে হরিতলা মোড় এবং কলোনি মোড়ে। এছাড়াও চাঁপাডালি, হরিতলা, ডাকবাংলো ও কলোনি মোড় চত্বরে থাকছে সুলভ শৌচালয়।
[আরও পড়ুন: সোনার গয়নায় সাজছে বড়মা, শ্যামা আরাধনার প্রস্তুতি তুঙ্গে নৈহাটিতে]
The post কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে থিমের চমক, ভিড় সামলাবে জেলা পুলিশ appeared first on Sangbad Pratidin.
