shono
Advertisement
Durgapur

জলাশয়ে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ যুবক, নিমেষে উধাও পিকনিকের আনন্দ!

দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুক্রবার দেহগুলির ময়নাতদন্ত হবে, ছেলেদের হারিয়ে হাহাকার পরিবারে।
Published By: Sucheta SenguptaPosted: 09:11 PM Mar 27, 2025Updated: 09:17 PM Mar 27, 2025

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বন্ধুরা মিলে জলাশয়ের ধারে পিকনিক করতে গিয়েছিলেন। কিন্তু নিমেষেই যে পিকনিকের আনন্দ মাটি হয়ে যাবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি কেউ। পশ্চিম বর্ধমানের বুদবুদ এলাকায় পিকনিকের মাঝেই মজার ছলেই জলাশয়ে স্নান করতে নেমেছিলেন চার যুবক। তাতেই ঘটে গেল দুর্ঘটনা। তলিয়ে গেল তিন যুবক। জানা গিয়েছে, দীর্ঘক্ষণ তল্লাশির পর বুদবুদ থানার পুলিশ তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তিন ছেলেকে হারিয়ে হাহাকার পরিবারগুলিতে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে চার যুবক গোবিন্দপুরের জলাশয়ের ধারে পিকনিক করছিল। তাঁদের মধ্যে তিন যুবক জলাশয়ে নেমে তলিয়ে যায়। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। স্থানীয়রা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে। খবর দেওয়া হয় বুদবুদ থানার পুলিশকে। পুলিশ এবং দমকল বাহিনী পৌঁছয় এলাকায়। 

মৃত তিন যুবকের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন প্রীতম পাঁচাল, তার বয়স ২৩ বছর, বাকি দু'জন কৌশিক পাল ও অরিত্র পাল, দু'জনেরই বয়স ২২ বছর। মৃতরা স্থানীয় বাসিন্দা বলেই জানা গিয়েছে। তাঁদের আরেক বন্ধু লোকনাথ সাহা জানাচ্ছেন, "আমরা ওই জলাশয়ের ধারে পিকনিক করছিলাম। আমি কৌশিককে চিনি। বাকিরা কৌশিকের বন্ধু ছিল। হাত-পা ধুতে নেমেছিল। হঠাৎ গোঙানির শব্দ শুনে ছুটে যায় তাঁরা। গিয়ে দেখেন, তাঁরা তলিয়ে যাচ্ছে।" পরে আসানসোল পুলিশ, দমকল ও স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় তিন ঘন্টা পরে জলাশয় থেকে উদ্ধার হয় তিন বন্ধুর দেহ।

প্রীতমের বাড়ি পানাগড়ের মিত্র সংঘ ক্লাবের পাশেই। কৌশিকের বাড়ি বর্ধমান শহরে পোস্ট অফিসের পাশেই। অরিত্র কাঁকসার ক্যানেল পাড়ের বাসিন্দা। বৃহস্পতিবার সকালেই প্রীতম, কৌশিক ও লোকনাথ তিন বন্ধু মিলে চলে আসে অরিত্রর বাড়ি। সেখান থেকে পিকনিক করতে চলে যান ওই গভীর জলাশয়ের পাশে। স্নান করতে নেমে তলিয়ে যায় তিনজন। লোকনাথের বাড়ি বীরভূমের পাড়ুইয়ে। পুলিশ তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। খবর দেওয়া হয়েছে মৃত তিনজনের পরিবারকে। শুক্রবার দেহগুলির ময়নাতদন্ত হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পিকনিক করতে গিয়ে জলাশয়ে ডুবে মৃত্যু তিনজনের।
  • দুর্গাপুরের গোবিন্দপুরের ঘটনায় নিমেষে আনন্দের পরিবেশ উধাও!
Advertisement