shono
Advertisement
Bandel

সকালের ট্রেন বন্ধের জের বিকেলেও, ব্যান্ডেলে টিকিট কাউন্টার ভাঙচুর, রেলরক্ষীদের বেধড়ক মার উত্তেজিত জনতার

ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। আতঙ্কিত যাত্রী থেকে রেলকর্মীরা। তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্টেশন চত্বরে।
Published By: Subhankar PatraPosted: 05:47 PM Feb 27, 2025Updated: 06:30 PM Feb 27, 2025

সুব্রত বিশ্বাস ও সুমন করাতি: সকালে ট্রেন বন্ধের জের বিকেলেও! ব্যান্ডেল স্টেশনের টিকিট কাউন্টারে ভাঙচুর। আরপিএফকে মারধর। ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। আতঙ্কিত যাত্রী থেকে রেলকর্মীরা। তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্টেশন চত্বরে।

Advertisement

বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা রয়েছে ব্যান্ডেল স্টেশনে। ওভারহেডের তার ছিঁড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যদিও বেলা গড়াতেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সকাল থেকেই ভিড় ছিল টিকিট কাউন্টারগুলোতে। রেল সূত্রে জানা গিয়েছে, বিকেলে ব্যান্ডেল রেল স্টেশনে ১ নম্বর টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য ভিড় করেন যাত্রীরা। অভিযোগ সেই সময় কয়েকজন মত্ত যুবক এসে অন্যান্য যাত্রীদের টপকে আগে টিকিট নিতে যায়। এনিয়েই বচসার সৃষ্টি হয়।

এরপর উত্তেজিত যুবকরা কাউন্টারে থাকা রেল কর্মীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তারপরই তাঁরা কাউন্টারের গ্রিল এবং কাঁচে ভাঙচুর চালায়। আরপিএফের জওয়ানরা পরিস্থিতি সামাল দিতে আসলে মত্ত যুবকরা পুলিশের উপরেও চড়াও হয়ে মারধর করতে শুরু করেন। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে দুই যুবক এক আরপিএফ জওয়ানকে মারধর করছেন। (যদিও ভিডিরও সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

ঘটনায় রাজু দাস নামে এক আরপিএফ জওয়ানকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় পাশের কাউন্টারে ছিলেন ঋত্বিক সরকার নামে এক রেলকর্মী। তিনি বলেন, "সকাল থেকে ট্রেনের সমস্যা চলছিল। ফলে টিকিট কাউন্টারের প্রচুর লাইন পড়ে। টিকিট শেষ হয়ে যাওয়ায়, রোল চেঞ্জ করা হচ্ছিল। সেই সময় চার থেকে পাঁচজন যুবক এসে বাকি যাত্রীদের সরিয়ে টিকিট নেওয়ার জন্য চাপ দিতে থাকে। রেলকর্মীদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এরপর হাত দিয়ে রেলের টিকিট কাউন্টারে কাঁচ ভেঙে দেয়। পুলিশকেও মারধর করা হয়।" ঘটনার পর যাত্রী সুরক্ষা ও রেলকর্মীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের উত্তেজনা ব্যান্ডেল স্টেশনে। ভাঙচুর চালানো হয়েছে টিকিট কাউন্টারে।
  • আটকাতে গেলে এক আরপিএফ কর্মীকেও মারধর করা হয়।
  • ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement