shono
Advertisement

স্বাধীনতা দিবসে নাশকতা রুখতে তৎপর প্রশাসন, দিঘায় বিশেষ নজরদারি

স্বাধীনতা দিবসে দিঘায় পর্যটকদের ভিড়। The post স্বাধীনতা দিবসে নাশকতা রুখতে তৎপর প্রশাসন, দিঘায় বিশেষ নজরদারি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:30 PM Aug 15, 2018Updated: 01:00 PM Aug 15, 2018

রঞ্জন মহাপাত্র, কাঁথি: স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা পর্যটন কেন্দ্র দিঘায়। ভিন রাজ্য থেকে এসে পূর্ব মেদিনীপুরের সৈকত শহরে নাশকতা ছক বানচাল করতে চলছে বিশেষ নজরদারি।  যাত্রীবাহী বাস-সহ ছোট বড় গাড়িগুলিতেও তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড।  ওড়িশা সীমান্তে এলাকায় চেকপোস্টে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। কোনও রকম নাশকতা যাতে না ঘটে তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন৷ দিঘার সমস্ত হোটেলে পর্যটকদের গতিবিধির উপরও নজরদারি চলছে বলে জানা গিয়েছে৷

Advertisement

[ট্রাভেল এজেন্সির আড়ালে কয়েক লক্ষ টাকার প্রতারণা, দার্জিলিংয়ে ধৃত ব্যবসায়ী]

স্বাধীনতা দিবসের ছুটি কাটতে দিঘায় পর্যটকদের ভিড় উপচে পড়েছে। ফলে, সমুদ্রেও বাড়ানো হয়েছে নজরদারি। দিঘা থানার পুলিশকর্মী,  বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা, এমনকী, প্রশিক্ষিত নুলিয়ারাও পর্যটকদের উপর কড়া নদর রাখছেন।  কোনও পর্যটক যদি বিপদ সীমার বাইরে গিয়ে সমুদ্রে স্নান করেন,  প্রথমে তাঁদের বুঝিয়ে সরিয়ে আনার চেষ্টা করছেন সকলেই৷ কিন্তু, তাতেও যদি কাজ না হয় কিংবা মদ্যপ অবস্থা যদি কেউ সমুদ্রে নামবার চেষ্টা করে, তাহলে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷

[স্বাধীনতা দিবসের উপহার, শুক্রবার থেকেই দুরন্ত থামবে আসানসোলে]

দিঘা সমুদ্রে দুর্ঘটনা ঠেকাতে ইতিমধ্যেই বেপরোয়া পর্যটকদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে জেলা পুলিশ প্রশাসন। হাঁটু কিংবা কোমরের বেশি জলে নামলেই সমুদ্রপাড়ে কর্মরত নুলিয়ারা মাইকিং করে সতর্ক করার কাজ শুরু করে দিয়েছেন৷ মাইকিংয়ের পরও যদি পর্যটকদের বেপোরোয়া মনোভাব লক্ষ্য করা যায় সঙ্গে সঙ্গে তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে৷ সমুদ্রে তলিয়ে মৃত্যু ঠেকাতে এমনই কড়া পদক্ষেপ বলে জেলা পুলিশ সূত্রে খবর৷ সেইসঙ্গে মদ্যপান অবস্থায় সমুদ্রে নামলে পর্যটকদের গ্রেপ্তারের পাশাপাশি জরিমানা আদায় করা হবে৷

The post স্বাধীনতা দিবসে নাশকতা রুখতে তৎপর প্রশাসন, দিঘায় বিশেষ নজরদারি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement