নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: রবিবাসরীয় প্রচার বলে কথা। তাই একটু অন্য মেজাজেই প্রচারের আঙিনায় দেখা গেল বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুরকে। উঠোন পেরিয়ে সোজা স্থানীয়দের হেঁশেলে ঢুকে পড়লেন তিনি। অন্যদিকে, এলাকাবাসীদের সঙ্গে চায়ের আড্ডায় দেখা গেল বিজেপি প্রার্থী শান্তুনু ঠাকুরকে।
[আরও পড়ুন: মিসড কল দিয়েই লড়াইয়ের সঙ্গী খুঁজছেন বর্ধমান-দুর্গাপুরের কংগ্রেস প্রার্থী!]
প্রার্থী ঘোষণার পর থেকেই প্রচারে ব্যস্ত তৃণমূলের প্রার্থীরা। মিটিং মিছিল-সভার মাধ্যমে চলছে প্রচার। তবে বনগাঁ লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী রবিবাসরীয় প্রচার সারলেন একটু অন্যভাবে। এদিন সকালে বনগাঁ লোকসভা কেন্দ্রের পাইকপাড়া এলাকায় যান তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাবালা ঠাকুর। সটান এক বধূর হেঁশেলে ঢুকে পড়েন তিনি। বধূর পাশে বসে উনুনে জ্বালানি দিতে দিতে রান্নার গল্প জুড়ে দেন প্রার্থী। কী রান্না হল? রবিবারের স্পেশ্যাল মেনুই বা কী এসব নিয়েই চলে গল্প। গল্পের ছলে জানান, ভোট প্রচার শুরুর পর বাড়িতে রান্না-বান্না করা হয় না। তাই রান্নাঘরে ঢুকে আর খুন্তি ধরার লোভ ছাড়তে পারেননি তিনি। এরপর সদলবলে এলাকার বাড়ি-বাড়িও যান তিনি, সেখানে খুদেদের কোলে তুলে আদরও করেন মমতাবালা ঠাকুর। সাতসকালে প্রার্থীকে কাছে পেয়ে তাঁকে দেখতে ভিড় জমান স্থানীয়রা। মিষ্টি মুখ করিয়ে তাঁকে কাছে টেনে নেন এলাকার এক প্রৌঢ়া। ওই এলাকায় বেশ কিছুক্ষণ কাটানোর পর বনগাঁর সুটিয়া ও বাগদা রোড ধরে ঘাটবাঁওড়-সহ বিভিন্ন এলাকা ঘুরে তিনি যান আংরাইলে।
একই ভাবে, অন্য মেজাজে এদিনের প্রচার শুরু করেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। রবিবার সকালে চাঁদপাড়া বাজারের একটি চায়ের দোকানে জমিয়ে আড্ডা দেন বিজেপি প্রার্থী। গ্লাসে গ্লাসে চা-ও ঢেলে দেন তিনি। বেশ কিছুক্ষণ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এরপর বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে যশোর রোড ধরে হাঁটতে শুরু করে শান্তনু ঠাকুর।
[আরও পড়ুন: জঙ্গি সন্দেহে মহারাষ্ট্রে গ্রেপ্তার নদিয়ার যুবক, হতবাক গোটা গ্রাম]
বনগাঁ লোকসভা কেন্দ্র বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। জন্মলগ্ন থেকেই নির্বাচনে ভাল ফল করে আসছে তৃণমূল। গত লোকসভা নির্বাচনেও প্রায় দু’লক্ষ ভোটের ব্যবধানে বিজেপিকে পরাজিত করেছিল শাসকদল। বিরোধীদের দাবি, শেষ পঞ্চায়েত নির্বাচনে সিপিএমকে পিছনে ফেলে বেশ কয়েকটি জায়গায় বিজেপির প্রভাব বেড়ে যাওয়ায় কপালে ভাঁজ পড়েছে তৃণমূল নেতাদের। আর সেকারণেই জনসংযোগের দিকে জোর দিচ্ছেন তৃণমূল প্রার্থী। যদিও শুধু বিজেপি ফ্যাক্টর নয় এবার চতুর্মুখী লড়াই বনগাঁ কেন্দ্রে। যদিও এই নির্বাচনে ওই কেন্দ্রের মূল আকর্ষণ তৃণমূল-বিজেপি। কারণ, পরিবারের সদস্যই এবার প্রতিপক্ষের ভূমিকায়। কিন্তু জয়ী হবে কে? তা নিয়ে শুরু জল্পনা। সেকারণে বলা যেতেই পারে, ৪২ টি আসনের মধ্যে সকলের নজরে বনগাঁ লোকসভা কেন্দ্র।
The post প্রচারে বেরিয়ে গৃহস্থের হেঁশেলে খুন্তি নাড়লেন মমতাবালা, চায়ের আড্ডায় শান্তনু appeared first on Sangbad Pratidin.
