নন্দন দত্ত, সিউড়ি: রামনবমী (Ram Navami) রাজ্যের দুই রাজনৈতিক বিবাদমান গোষ্ঠীকে এক পতাকা তলায় নিয়ে এল। বৃহস্পতিবার রামনবমীর শোভাযাত্রায় দুবরাজপুর ও বোলপুরে একসঙ্গে পথে হাঁটলেন বিজেপি ও তৃণমূলের নেতারা। অনন্য সম্প্রীতির ছবি দেখা গেল বীরভূমে (Birbhum)। তবে তা দেখে খানিকটা বিস্মিত এলাকাবাসী। সারা বছর তাঁদের আকচাআকচি করা নেতাদের একসঙ্গে রামনামে পথে নামতে দেখে অবাক হওয়ারই কথা।
দুবরাজপুরে (Dubrajpur) রামসীতা মন্দির থেকে বেড়নো শোভাযাত্রায় একসঙ্গে হাঁটলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা ও দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পাণ্ডে। এছাড়াও মিছিলে ছিলেন বিজেপি থেকে আসা তৃণমূলের শহর সভাপতি স্বরূপ আচার্য্য বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় সমেত দু’দলের কর্মীরা। শোভাযাত্রা পাহাড়েশ্বর, পোদ্দারবাঁধ হয়ে রঞ্জনবাজারে শেষ হয়ে। শোভাযাত্রার সর্বাগ্রে ছিল বিজেপি (BJP) ও তৃণমূল (TMC) নেতারা। এ প্রসঙ্গে তৃণমূলের পীযুষ পাণ্ডের যুক্তি, ”এটা কোনও রাজনৈতিক দলের নয়। বিজেপির কর্মসূচি নয়। আমাদের হিন্দু ধর্মের অবতার রামচন্দ্রের জন্মদিন। বহু বছর ধরে পালিত হয়ে আসছে।’’
[আরও পড়ুন: স্বাধীনতা সংগ্রামীদের ছবি হাতে রাজধানী অভিযানের ডাক! মমতার মুখে নেতাজির ‘দিল্লি চলো’]
বিজেপির বিধায়ক অনুপ সাহা বলেন, ‘‘পুরুষোত্তম রামচন্দ্রের বর্ণাঢ্য শোভাযাত্রায় সকলে আসে। এবারের শোভাযাত্রায় আপামর সকলে এসেছে। আমরা রাজ্যে রামরাজত্ব করতে চায়। সেখানে তৃণমূল আসায় আমরা তাদের শুভবুদ্ধি কামনা করছি।’’ উল্লেখ্য মূলত
রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের উদ্যোগেই দুবরাজপুরে এই রামনবমীর শোভাযাত্রা বের হয়। আগে হনুমান জয়ন্তী পালিত হলেও গত কয়েক বছর থেকে রামনবমীর শোভাযাত্রা বের হচ্ছে। তাতে গত বছর পর্যন্ত তৃণমূল নেতারা রাস্তার পাশে দাঁড়িয়ে তা দেখলেও এবছরই সরাসরি মিছিলে সামিল হয়।
একইভাবে বোলপুরেও (Bolpur) তৃণমূল-বিজেপি যেন ভাই ভাই। বোলপুরের তৃণমূল পুরপ্রধান পর্ণা ঘোষ যেমন শোভাযাত্রায় ছিলেন, একইভাবে তার সঙ্গে পা মেলালেন বিজেপির বোলপুর জেলা সংগঠনের সহ-সভাপতি সুব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও শোভাযাত্রায় পুরসভার উপপুরপ্রধান ওমর শেখ, তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরা, রুবি দাস রায়, শুভ্রা হাজরা, তাপসী বাউরি তৃণমূল শহর সভাপতি নরেশ বাউরি। বিজেপির তরফে তাদের শহর সভাপতি লক্ষণ তিওয়ারি বিশ্বহিন্দু পরিষদের সুরেশ ভট্টাচার্যরা। নরেশ বাউড়ির কথায়, ‘‘প্রাচীন একটা রীতি। রাম সত্যের পূজারী। তারই জন্মদিনে আমরা উৎসব আকারে পথে নেমেছি।’’ বিজেপির সুব্রত চট্টোপাধ্যায়ের বক্তব্য ‘‘একটাই আদর্শ – সনাতনী। আগামী কয়েকমাস পরেই রামমন্দির প্রতিষ্ঠা পাবে। যারা রামভক্ত তারাই আজ পথে নেমেছে।’’
[আরও পড়ুন: কাঁধের ব্যাগে ভরে মাদক ‘পাচার’, মুর্শিদাবাদে হাতেনাতে গ্রেপ্তার লাস্যময়ী]
কয়েকমাস আগে সিউড়িতে (Suri) সেহেড়া পাড়ায় বামনী কালীতলা মন্দিরে একসঙ্গে পুজো দিতে দেখা গিয়েছিল সিউড়ির প্রাক্তন পুরপ্রধান তৃণমূলের উজ্জ্বল চট্টোপাধ্যায় ও কাউন্সিলর কুন্দন দে’র সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে তোলপাড় হয়। শোকজ করা হয় তৃণমুলের দুই কাউন্সিলরকে। আজ সেখানেই একই রামনবমীর মিছিলে একসঙ্গে কপালে গেরুয়া তিলক নিয়ে দুই রাজনৈতিক দলের শোভাযাত্রা নতুন দৃষ্টান্ত স্থাপন করল।