shono
Advertisement
Panihati

গণপিটুনিতে হত্যা মামলায় দোষী সাব্যস্ত পানিহাটির কাউন্সিলর-সহ ৫, মঙ্গলে সাজাঘোষণা

২০১৪ সালের গণপিটুনিতে হত্যামামলায় তারক গুহ-সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এদিন ৩জনকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত।
Published By: Sucheta SenguptaPosted: 04:18 PM Feb 21, 2025Updated: 04:28 PM Feb 21, 2025

অর্ণব দাস, বারাসত: গণপিটুনিতে হত্যা মামলায় দশ বছর পর শেষ হল বিচার প্রক্রিয়া। পানিহাটি পুরসভার কাউন্সিলর-সহ ৫ জনকে দোষী সাব্যস্ত করল বারাকপুর আদালত। এদিন আদালতে উপস্থিত হতেই কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় তিনজনকে বেকসুর খালাস করা হয়েছে। মঙ্গলবার সাজাঘোষণা করা হবে। তবে খুনের কাউন্সিলর তারক গুহ দোষী সাব্যস্ত হওয়ায় তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তৃণমূলের তরফে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ঘটনা ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বরের। পানিহাটি এলাকায় শম্ভু চক্রবর্তী নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে ১০ জনের বিরুদ্ধে। তাতে নাম জড়ায় ১১ ওয়ার্ডে কাউন্সিলর তারক গুহরও। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে শুরু হয় মামলা। ১০ বছর ধরে বারাকপুরে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অয়নকুমার বন্দ্যোপাধ্যায়ের এজলাসে। অবশেষে শুক্রবার, ২১ ফেব্রুয়ারি মামলায় দোষী সাব্যস্ত করা হল কাউন্সিলর-সহ ৫ জনকে। তাদের নাম তারক গুহ, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস, হরিপদ সরকার। বাকি তিনজন মল্লিকা দে, নব চক্রবর্তী, বুড়োন দাসকে বেকসুর খালাস বলে ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার তিনজনের শাস্তি ঘোষণা করা হবে।

Advertisement

এই মামলায় এফআইআর, চার্জশিটে নাম থাকা সত্ত্বেও কাউন্সিলর তারক গুহ এতদিন ছিলেন কারাগারের বাইরে। বারবার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও তিনি এড়িয়ে গিয়েছেন। এরপর শুক্রবার কড়া নির্দেশে আদালত চত্বরে তারকবাবু পা রাখতেই তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। বিচারক আর চারজনের সঙ্গে তাঁকেও দোষী সাব্যস্ত করেন। মঙ্গলবার সাজাঘোষণা হবে। যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গণপিটুনিতে হত্যামামলায় পানিহাটির কাউন্সিলর-সহ ৫ জন দোষী সাব্যস্ত, বেকসুর খালাস ৩।
  • ১০ বছর আগের একটি মামলায় বারাকপুর আদালত দোষী সাব্যস্ত করল ৫ জনকে।
Advertisement