সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্য প্রসঙ্গে রামনগরের তৃণমূল বিধায়ক তথা কারা প্রতিমন্ত্রী অখিল গিরিকে নোটিস জাতীয় মহিলা কমিশনের। তাঁর কুমন্তব্যের প্রতিবাদে পুলিশের দ্বারস্থ বিজেপি। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউতে প্রতিবাদ মিছিল বিজেপির।
নন্দীগ্রামের (Nandigram) গোকুলনগরে শহিদ স্মরণ মঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে শুক্রবার পথে নামে তৃণমূল। ঘটনাস্থল সংলগ্ন এলাকায় প্রতিবাদ সভাও করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে অখিল গিরি রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আক্রমণের জবাব দিতে যান। কারণ, অখিল গিরির দাবি দিনকয়েক ধরে শুভেন্দু অধিকারী তাঁকে অপমান করেছেন। কখনও ‘হাফ প্যান্ট পরা মন্ত্রী’, আবার কখনও ‘কাকের মতো দেখতে’ বলে কটাক্ষ করছেন। তাই শুভেন্দুকে তার পালটা জবাব দিতে গিয়ে অখিল গিরি বলেন, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী? কী দেখতে ভাল? আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?”
[আরও পড়ুন: জন্মদিনের পার্টির পর রাজারহাটের বৈদিক ভিলেজে তরুণীকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ৪]
বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya) প্রথম ভিডিওটি টুইট করে অখিল গিরির (Akhil Giri) তীব্র সমালোচনা করেন। তারপর একে একে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ঘটনার তীব্র প্রতিবাদ করেন। সৌমিত্র খাঁ জাতীয় মহিলা কমিশনে চিঠি লেখেন। তাঁর দাবি, অখিল গিরি শুধু রাষ্ট্রপতিই নন। গোটা ভারতবাসীকেই অপমান করেছেন। সৌমিত্র খাঁ’র অভিযোগের পরিপ্রেক্ষিতে অখিল গিরিকে নোটিস পাঠিয়েছেন জাতীয় মহিলা কমিশন।
এদিকে, অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে সরব বিজেপি (BJP)। নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের সাহেব দাসের। কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউতে তমোঘ্ন ঘোষের নেতৃত্বে মিছিল করে বিজেপি। অখিল গিরির কুশপুতুলও দাহ করা হয়। নন্দীগ্রামেও বিক্ষোভ দেখান স্থানীয় গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। রামনগরের তৃণমূল বিধায়কের মন্তব্যকে সমর্থন করে না রাজ্যের শাসকদল। তবে শুভেন্দু অধিকারীও নানা সময়ে কুরুচিকর আক্রমণ করেন বলেই পালটা তোপ দাগেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।