shono
Advertisement

দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের পাইলট কার, মৃত পুলিশকর্মী

আহত আরও তিন। The post দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের পাইলট কার, মৃত পুলিশকর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:03 AM Apr 10, 2018Updated: 12:46 PM Jun 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনাগ্রস্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের পাইলট কার। ঘটনায় মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। আহত আরও তিনজন। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে।

Advertisement

[ন্যাশনালে ধরা পড়ল ৪২ ‘ভূত’, হুমকির মুখে ‘ওঝা’রা]

জানা গিয়েছে, দুর্ঘটনাটি আউশগ্রামের বটকগ্রাম ও দেবগ্রামের মাঝখানে ঘটেছে। সোমবার গভীর রাতে কলকাতা থেকে ফিরছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতর পাইলট কার। সূত্রের খবর, বীরভূম থেকে বর্ধমান পর্যন্ত অনুব্রত মণ্ডলের গাড়ির সঙ্গে থাকে পাইলট কার। এরপর পাইলট কার বোলপুরে ফেরত যায়। রাতে ফিরছিল পাইলট কার। জাতীয় সড়ক (এনএচ-২বি)র উপর নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। তারপরই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি চাল বোঝাই লরিতে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে পাইলট কার। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারপাশ। ঘটনাস্থলেই প্রাণ হারান এএসআই ধনপতি সাহা। আহত হন আরও তিন পুলিশকর্মী। দুর্ঘটনার পর তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

দুর্ঘটনার সময় পাইলট কারে অনুব্রত মণ্ডল ছিলেন না। এদিন রাতেই তাঁকে কলকাতায় পৌঁছে দিয়ে ফিরছিল গাড়িটি। কলকাতার টাটা মেডিক্যালে ভর্তি অনুব্রত মণ্ডলের স্ত্রী। প্রায় প্রতিদিনই কলকাতায় যাতাযাত করেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। সেরকমই করেছিলেন সোমবার সন্ধেয়।

[দমদম ক্যান্টনমেন্টে রেললাইনের ধারে বোমা বিস্ফোরণ, হাত উড়ল কাগজ কুড়ানির]

The post দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের পাইলট কার, মৃত পুলিশকর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement