shono
Advertisement
TMC

ভোটের আগে সাংগঠনিক স্তরে একাধিক রদবদল তৃণমূলের, বাড়তি নজর ভরতপুরে

বুধবার একথা জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
Published By: Subhankar PatraPosted: 12:43 PM Dec 24, 2025Updated: 02:26 PM Dec 24, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ভোটের আগে সাংগঠনিক স্তরে একাধিক রদবদল তৃণমূলের (TMC)। ভরতপুরে অতিরিক্ত নজর শাসকদলের। ভরতপুরের দু'টি ব্লকের সংগঠনে বিরাট রদবদল। ভরতপুরের দু'টি ব্লকেই বদলে ফেলা হল মূল, যুব, মহিলা, আইএনটিটিইউসির সভাপতি, সহ-সভাপতিদের। ভরতপুরের পাশাপাশি রানাঘাট ২ নম্বর ব্লকের মূল সংগঠনের সভাপতিও বদল করা হয়েছে। এছাড়াও রানাঘাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদেও বদল করা হয়েছে।

Advertisement

বুধবার তৃণমূলের একটি পোস্টে দেখা গিয়েছে, ভরতপুরের ১ নম্বর ব্লকের মূল সংগঠনের নতুন সভাপতি হয়েছেন নজরুল ইসলাম। বদল করা হয়েছে ভাইস-প্রেসিডেন্ট পদেও। নতুন দায়িত্ব নিচ্ছেন প্রিয়ব্রত ঘোষ। বদল হয়েছে যুব সংগঠনেও। ব্লকের নতুন যুব-র সভাপতি হয়েছেন মহম্মদ রানা। সহ-সভাপতি হলেন তুহিন ঘোষ। ভরতপুর ১ ব্লকের  নতুন মহিলা সভাপতি হলেন, নাজমা সুলতানা। শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সভাপতির দায়িত্ব পেলেন আবদুল বারি।

এক নম্বর ব্লকের পাশাপাশি বদল হয়েছে ২ নম্বর ব্লকেও। এই ব্লকের মূল সংগঠনের সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মুসতাফিজুর রহমান ওরফে সুমন। যুব সংগঠনের সভাপতি হয়েছেন কাজী নাজির হোসেন। মহিলা সংগঠনের সভাপতির দায়িত্ব পেয়েছেন সহিবালোহার মাজি। এই ব্লকের আইএনটিটিইউসির নতুন সভাপতি হলেন রাজু চৌধুরী। এছাড়াও রানাঘাট ২ নম্বর ব্লকের মূল সংগঠনের সভাপতি হয়েছেন সুবীর ধর। রানাঘাট সাংগঠনিক জেলা কমিটিতেও বদল করা হয়েছে। নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রূপঙ্কর বন্দ্যোপাধ্যায়।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোটের আগে সাংগঠনিক স্তরে একাধিক রদবদল তৃণমূলের। ভরতপুরে অতিরিক্ত নজর শাসকদলের।
  • ভরতপুরের দু'টি ব্লকের সংগঠনে বিরাট রদবদল।
  • ভরতপুরের দু'টি ব্লকেই বদলে ফেলা হল মূল, যুব, মহিলা, আইএনটিটিইউসির সভাপতি, সহ-সভাপতিদের।
Advertisement