সুমন করাতি, চুঁচুড়া: জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার। বিধায়ককে ডেকে বেহাল রাস্তা দেখালেন সাধারণ মানুষ। এলাকার কাউন্সিলরের বিরুদ্ধেও তৃণমূল বিধায়কের কাছে ক্ষোভ উগড়ে দিয়েছেন। শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে চুঁচুড়া পুরসভার দুই নম্বর ওয়ার্ডের পদ্মপার্ক এলাকায়।
লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা এলাকায় প্রায় সাড়ে আট হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। কেন মানুষের সমর্থন কমল? তা জানতে জনসংযোগ যাত্রা কর্মসূচিতে নেমেছেন বিধায়ক অসিত মজুমদার। এর আগেও বিধায়ককে সামনে পেয়ে সাধারণ মানুষ ক্ষোভের কথা বলেছিলেন। এবারও একই ভাবে মানুষের ক্ষোভ দেখা গেল। এদিন তৃণমূল বিধায়ক পদ্মপার্ক এলাকায় যান। তাঁকে দেখে সাধারণ মানুষ ঘিরে ধরেন। স্থানীয়দের অভিযোগ, এলাকার রাস্তা খারাপ। পুকুরপাড়ের রাস্তা ভেঙে অনেকটাই জলে নেমে গিয়েছে। অ্যাম্বুল্যান্স, জলের গাড়ি সেখান দিয়ে ঢুকতে পারে না। রাস্তার এতটাই খারাপ পরিস্থিতি যে হাঁটাও দায়।
এক মহিলা বাসিন্দা বিধায়কের হাত ধরে রাস্তার পরিস্থিতি দেখান। কাকলি গুপ্ত নামের ওই বাসিন্দার বক্তব্য, " রাস্তা পুরো ভেঙে গিয়েছে। আগেও বিধায়ককে এই বিষয়ে বলা হলেও কোনও কাজ হয়নি। বাসিন্দারা জানান, বিধায়ক আগেও কয়েক বার এসেছেন। তাদের অভাব অভিযোগের কথা শুনেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তিনি শুধু শুনে যান। কোনও কাজ করেন না। এলাকার নিকাশিরও সমস্যা আছে। স্থানীয় কাউন্সিলর খোঁজ নেন না বলেও অভিযোগ।
বিধায়ক অসিত মজুমদার বলেন, "আমি মানুষের অভাব অভিযোগ শুনতেই বেরিয়েছি। তারা তাদের কথা জানাচ্ছেন। এটাকে আমি ক্ষোভ বলব না। কাউন্সিলর খোঁজ নেয় না, সেটা আমাকেও বলেছে। কাউন্সিলর দলের প্রতীকে জিতেছেন। যা ব্যবস্থা করার আমি করব।" এই বেহাল রাস্তাটির বিষয়টিও খতিয়ে দেখা হবে। সেই কথা তিনি জানিয়েছেন।