অরিজিৎ গুপ্ত, হাওড়া: আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে রামনবমী (Ram Navami Rally) নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। রবিবার সকাল থেকে মিছিলে মিছিলে ছয়লাপ কলকাতা-সহ গোটা রাজ্য। হাওড়ার সালকিয়ার ছবিও প্রায় একইরকম। সেখানে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে অংশ নিলেন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। এদিকে, ভাঙড়ে রামনবমীর মিছিলে অংশ নিলেন শওকত মোল্লা।
রবিবার নন্দীবাগান থেকে সালকিয়ার রামসীতার মন্দির পর্যন্ত মিছিল করে বিশ্ব হিন্দু পরিষদ। ওই মিছিলে অংশ নেন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। মুরগিহাটা পর্যন্ত হাঁটেন তিনি। তৃণমূল বিধায়কের বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে অংশ নেওয়া ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বেঁধেছে। যদিও খোদ বিধায়ক এই বিষয়ে মাথা ঘামাতে নারাজ। তিনি বলেন, "এটা আমার পাড়ার মিছিল। পাড়ায় কোনও মিছিল হলেই যাই। বিশ্ব হিন্দু পরিষদ আমাকে আমন্ত্রণ করেছিল। তাই অংশ নিয়েছি। এটা নিয়ে বিতর্কের কিছু নেই।"
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, 'ধর্ম যার যার, উৎসব সবার'। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও জানিয়েছেন, রামকে সম্মান করেন বাংলার অনেকেই। তা বলে এই নয় যে তাঁরা বিজেপির 'বিকৃত' হিন্দুত্বকে সমর্থন করেন। সুতরাং বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে তৃণমূল বিধায়কের পা মেলানো নিয়ে বিতর্কের তেমন কিছু নেই বলেই দাবি শাসক শিবিরের।