shono
Advertisement
SIR in Bengal

স্বাধীনতার আগে থেকে রামপুরহাটে বাস পরিবারের! SIR শুনানিতে তৃণমূল সাংসদ সামিরুলকে তলব

আগামী ১৯ জানুয়ারি সামিরুল ইসলামকে হাজিরা দিতে বলা হয়েছে।
Published By: Tiyasha SarkarPosted: 01:59 PM Jan 15, 2026Updated: 02:36 PM Jan 15, 2026

স্বাধীনতার আগে থেকে রামপুরহাটের বাসিন্দা পরিবার। তা সত্ত্বেও এসআইআর (SIR in Bengal) শুনানিতে ডাক পেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam)। আগামী ১৯ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে খবর।

Advertisement

গত অক্টোবরে বাংলায় এসআইআর (SIR in Bengal) ঘোষণা করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা প্রকাশের পর এই মুহূর্তে চলছে শুনানি পর্ব। নথিতে সামান্য গরমিলেও তলব করা হচ্ছে বহু মানুষকে। সেই তালিকায় যেমন তারকারা রয়েছেন তেমনই বৃদ্ধ থেকে অসুস্থ, কেউই বাদ যাচ্ছেন না। দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে সকলকে। এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam)। জানা গিয়েছে, নোটিসে ১৯ তারিখ অর্থাৎ আগামী সোমবার সকাল ১১ টায় হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, স্বাধীনতার আগে থেকেই রামপুরহাটের বাসিন্দা সামিরুলের পরিবার। তা সত্ত্বেও এই তলবে বিরক্ত সাংসদ। 

প্রসঙ্গত, ইতিমধ্যেই শুনানিতে ডাক পেয়েছেন সাংসদ-অভিনেতা দেব, জয় গোস্বামী, মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা-সহ বহু বিখ্যাতরা। গতকাল অর্থাৎ বুধবার দেবকে হাজিরা দিতে বলা হয়েছিল। বেরিয়ে কমিশনকে মানবিক হওয়ার আর্জি জানিয়েছিলেন তারকা সাংসদ। তৃণমূলের তরফে বারবার অভিযোগ করা হচ্ছে, পরিকল্পনামাফিক শুনানিতে ডেকে আমজনতাকে হেনস্তা করা হচ্ছে। বৃদ্ধ ও অসুস্থদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে হিয়ারিংয়ের দাবিও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে একাধিকবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও লিখেছেন তিনি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কমিশনের এহেন আচরণে ক্ষুব্ধ আমজনতাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement