shono
Advertisement
Bhagabanpur

ভগবানপুর পঞ্চায়েত হাতছাড়া বিজেপির, দখল নিল তৃণমূলই

মাসখানেক আগে পঞ্চায়েত প্রধানের অস্বাভাবিক মৃত্যু হওয়ায় ভোটাভুটি।
Published By: Sayani SenPosted: 10:26 AM Apr 05, 2025Updated: 10:26 AM Apr 05, 2025

রঞ্জন মহাপাত্র, কাঁথি: পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস। মাসখানেক আগে পঞ্চায়েত প্রধানের অস্বাভাবিক মৃত্যু হয়। সেই কারণে শূন্য প্রধান পদে নির্বাচন হয়। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে ১২ জন এবং বিজেপির পক্ষে ৮ জন সদস্যের ভোট পড়ে। তবে ১ জন পঞ্চায়েত সদস্য অনুপস্থিত ছিলেন। শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রধান পদে নির্বাচিত হন উমারানি ভূঁইয়া।

Advertisement

উল্লেখ্য, এই গ্রাম পঞ্চায়েতে ২২টি আসনের মধ্যে তৃণমূল ও বিজেপি সমানসমান আসন পায়। ফলে টসে প্রধান নির্বাচিত হন বিজেপির সদস্য এবং উপ-প্রধান নির্বাচিত হন তৃণমূলের সদস্য। বর্তমানে বিজেপির একজন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ফলে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ায় ১২। তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ভগবানপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে এল। প্রধান পদে তৃণমূল কংগ্রেসের উমারানি ভূঁইয়া এবং উপ-প্রধান পদে বসেন শেখ আনোয়ার আলি।

ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীনচন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, যুব সভাপতি সৌরভ কান্তি বেরার নেতৃত্বে ভগবানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকের উপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া সুসম্পন্ন হয়। ব্লক তৃণমূল সভাপতি রবীনচন্দ্র মণ্ডল বলেন, "তৃণমূল ও বিজেপির সমান সংখ্যাগরিষ্ঠ থাকায় টসে বিজেপির প্রধান নির্বাচিত হয়। কিন্তু প্রধানের মৃত্যুর পরে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা বাড়ায় তৃণমূল পঞ্চায়েত দখল করেছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির।
  • গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস।
  • শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রধান পদে নির্বাচিত হন উমারানি ভূঁইয়া।
Advertisement