shono
Advertisement

Breaking News

Digha Jagannath Temple

জগন্নাথধামে জনপ্লাবন, টানা ছুটিতে ভ্রমণপিপাসু বাঙালির ডেস্টিনেশন দিঘা

জগন্নাথধামের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তারক্ষীদের।
Published By: Tiyasha SarkarPosted: 12:29 PM May 13, 2025Updated: 01:50 PM May 13, 2025

রঞ্জন মহাপাত্র, কাঁথি: একদিকে ভারত-পাক সংঘাতের আবহ, সেই সঙ্গে চাঁদিফাটা রোদ, তা সত্ত্বেও দিঘায় জগন্নাথ দর্শনে লম্বা লাইন। চারদিনের টানা ছুটিতে মন্দিরে জনপ্লাবন। রেকর্ড ভিড় সমুদ্র সৈকত দিঘায়। পিছিয়ে নেই এই সার্কিটের মন্দারমণি, তাজপুরও।

Advertisement

গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ছিল টানা চারদিনের ছুটি। ফলে দারুণ ব্যবসা হয়েছে বলে দাবি হোটেল ব্যবসায়ীদের। ভিড় ছিল জগন্নাথ মন্দিরেও। ভোরের আলো ফুটতে না ফুটতেই একদল পর্যটক হইহই করে নেমে পড়ছেন সমুদ্রস্নানে। আরেকদল সারি দিয়ে দাঁড়িয়েছেন জগন্নাথ মন্দিরের সামনে। কারণ, একটু রোদের তাপ বাড়লেই পাথরে পা রাখা যাচ্ছে না। তাতেও ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের।

কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে পাক মদতপুষ্ট জঙ্গিদের গুলি চালানোর ঘটনা ঘিরে উত্তাল দেশ। দুই পড়শি রাষ্ট্রের মধ্যে যুদ্ধের আবহে পর্যটকরা উত্তর ভারতের পাহাড়-প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার আশা শিকেয় তুলে রাতারাতি নজর ঘুরিয়েছেন নিজের রাজ্যের পর্যটনের দিকে। দার্জিলিং, সিকিম যাওয়া মানে কম করে এক সপ্তাহের পরিকল্পনা। কিন্তু দেশের এই আবহে টানা বাইরে থাকাটা ঠিক মনে করছেন না অনেকেই। তাই পাহাড় থেকে দ্রুত নামছেন পর্যকরা। ছুটিতে দু'-তিনদিনের জন্য নজরে তাই দিঘা। এখন জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দিঘা শুধু বেড়ানোর জায়গায় নেই, তীর্থক্ষেত্রের রূপ নিয়েছে।

৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই পুণ্যার্থীদের ভিড় বাড়তে শুরু করে। শুরুর দিকে পর্যটকদের আগ্রহ ছিল নতুনভাবে তৈরি হওয়া মন্দির দর্শনে। এখন নিত্যপুজো দেওয়ার জন্য সকাল থেকে চোখে পড়ছে লম্বা লাইন। মন্দির সংলগ্ন ধুম পড়ে গিয়েছে। দিঘার জগন্নাথ মন্দিরে পুজোর দায়িত্বে থাকা ইসকনের কলকাতা শাখার ভাইস-প্রেসিডেন্ট রাধারমণ দাস বলছেন, শেষ চারদিনে ৫লক্ষের বেশি পুণ্যার্থী দিঘায় জগন্নাথ দর্শন করেছেন। এখনও পর্যন্ত একটাই ভোগের দোকান থাকায় দর্শনার্থীদের সমস্যা হচ্ছে। তবে ওঁরা অন্য দোকান থেকেও ফল-মিষ্টি কিনে এনে ভোগ দিতে পারেন। এখনও পুরো ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি। একটু সময় লাগবে। তারপরেই সমস্যাগুলো মিটে যাবে।

দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, এমনিতেই সপ্তাহান্তে ভিড় বাড়ে দিঘায়। তবে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপদ দিঘা এবং মন্দারমণির সৈকতে পর্যটকদের ব্যাপক ভিড় হয়েছে। হোটেল হাউসফুল হয়েছে। তবে এই ব্যাপক ভিড়ের পিছনে জগন্নাথ দর্শনের উদ্দেশ্য রয়েছে। জগন্নাথ প্রভুর কৃপায় দিঘার ব্যবসায়ীরা খুশি। মন্দারমণির এক হোটেলের মালিক দেবদুলাল দাস মহাপাত্র বলেন, দীর্ঘ কয়েক বছর পরে গরমের ছুটিতে মন্দারমণিতে পর্যটকদের ভিড় বেড়েছে। গরম কিছুটা কম হলে হয়তো সেই ভিড় আরও বেশি হত। গরমে মানুষ সকালে রুম থেকে বেরতেই পারছেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একদিকে ভারত-পাক সংঘাতের আবহ, সেই সঙ্গে চাঁদিফাটা রোদ, তা সত্ত্বেও দিঘায় জগন্নাথ দর্শনে লম্বা লাইন।
  • চারদিনের টানা ছুটিতে মন্দিরে জনপ্লাবন।
  • রেকর্ড ভিড় সমুদ্র সৈকত দিঘায়। পিছিয়ে নেই এই সার্কিটের মন্দারমণি, তাজপুরও।
Advertisement