shono
Advertisement
Darjeeling

দার্জিলিংয়ে যাচ্ছেন? যানজটে প্রবল ভোগান্তির আশঙ্কা

গরম বাড়তেই শৈলশহরে বাড়ছে পর্যটকের ভিড়।
Published By: Sayani SenPosted: 12:33 AM Mar 26, 2025Updated: 12:33 AM Mar 26, 2025

ধনরাজ ঘিসিং, দার্জিলিং: মাঝে বৃষ্টির জেরে কিছুটা গরম কমেছে ঠিকই। তবে মার্চেই হাঁকিয়ে ব্যাটিং শুরু করেছিল গরম। সমতলে গরম বৃদ্ধির ফলে শৈলশহরে ক্রমশ বাড়ছে পর্যটকদের ভিড়। যানজটে নাকাল পাহাড়বাসী।

Advertisement

দার্জিলিং পাহাড়ে গ্রীষ্মকালীন পর্যটন মরশুম শুরু হয়েছে। পাহাড়ের আবহাওয়াও পাল্টেছে। রোদ ঝলমলে সকালে ম্যালের আশপাশ থেকে দেখা মিলছে ঘুমন্ত বুদ্ধের। নাতিশীতোষ্ণ পরিবেশ পেয়ে পর্যটকরাও উচ্ছ্বসিত। ক্রমশ ভিড় বাড়ছে দার্জিলিং শহরের হোটেল এবং আশপাশের হোমস্টেগুলোতে। যানবাহনের সংখ্যা বেড়ে চলায় নেমেছে যানজটের খাড়া। রাস্তা পারাপারে একদিকে যেমন পথচারীদের কালঘাম ছুটছে।

অন্যদিকে, পর্যটকদের গন্তব্যে পৌঁছতে হ্যাপা বাড়ছে। প্রতি বছর মে মাস পর্যন্ত এখানে পর্যটকদের ভিড় থাকে। ট্যুর অপারেটর এবং হোটেল মালিক সংগঠন সূত্রে জানা গিয়েছে, এবার জুনের শেষ পর্যন্ত বুকিং রয়েছে। 'হাইল্যান্ডার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের' তরফে নবীন ছেত্রী বলেন, "অন্য বছরের তুলনায় এবার ভালো বুকিং আছে। প্রতি বছর মে মাস পর্যন্ত বুকিং থাকে। সেটাও অনেক বাতিল হয়। কিন্তু এবার জুন মাস পর্যন্ত বুকিং আছে।"

পর্যটকদের গাড়ির চাপ বাড়তে পাহাড়ে যানজটের সমস্যাও বেড়েছে। রাস্তা পারাপার রীতিমতো বিপজ্জনক হয়েছে। পর্যটকদেরও ঘন্টার পর ঘন্টা মাঝরাস্তায় অপেক্ষা করতে হচ্ছে। চার কিলোমিটার রাস্তা অতিক্রম করতে প্রায় এক ঘন্টা সময় লাগছে। ক্রমশ যানজটের সমস্যা বাড়বে বলেই মনে করছেন ট্যুর অপারেটররা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গরম বাড়তেই শৈলশহরে বাড়ছে পর্যটকের ভিড়।
  • যানজটে প্রবল ভোগান্তির আশঙ্কা।
Advertisement