shono
Advertisement
Jagatdal

দিনেদুপুরে ফের বোমাবাজি, পুলিশি প্রহরা উড়িয়ে অগ্নিগর্ভ জগদ্দল! নেপথ্যে অজুর্ন-শ্যাম দ্বন্দ্ব?  

ঘটনায় তীব্র  আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
Published By: Subhankar PatraPosted: 01:05 PM Mar 27, 2025Updated: 02:10 PM Mar 27, 2025

অর্ণব দাস, বারাকপুর: রণক্ষেত্র জগদ্দল! বুধবার গভীর রাতের পর কয়েক ঘণ্টার মধ্যেই ফের বোমাবাজির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। দিনেদুপুরে জগদ্দল বাজারে এক জুটমিল শ্রমিকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন থাকার পরও কী ভাবে এমন বোমাবাজি, তা নিয়ে উঠছে প্রশ্ন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে জগদ্দল আটচালা বাগান রোড এলাকায় এক জুটমিল কর্মীর বাড়িতে বোমা পড়ে। অল্পের জন্য রক্ষা পান ওই কর্মী। বোমার জেরে বাড়িটির টালির চালের একাংশ ভেঙে গিয়েছে। ফাটল ধরেছে দেওয়ালেও। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী। প্রসঙ্গত, আটচালা বাগান আউটপোস্টের ৫০০ মিটারের ব্যবধানে বোমাবাজির ঘটনায় আতঙ্কে রয়েছেন জগদ্দলের বাসিন্দারা।

উল্লেখ্য, বুধবার গভীর রাতে মেঘনা জুটমিলের একটি ঝামেলাকে কেন্দ্র করে গুলি ও বোমাবাজির অভিযোগ উঠেছে। অদূরে থাকা নিজের বাড়ি থেকে বেরিয়ে সেখানে গেলে বিজেপি নেতা অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি চলে বলে অভিযোগ। তৃণমূল পালটা অভিযোগ করেছে অর্জুন নিজেই গুলি চালিয়েছেন। এই ঘটনায় এক তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় বৃহস্পতিবার সকালে অর্জুনকে তলব করে পুলিশ। বিজেপি নেতা অবশ্য তাতে সাড়া দেননি। বেলা গড়ালে ফের অর্জুনকে তলব করে নোটিস দেয় পুলিশ। যদিও এখনও তিনি পুলিশের কাছে যাননি। বুধবারের ঘটনায় অর্জুনই যুক্ত বলে দাবি করে স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, "মেঘনা জুটমিলের ঝামেলায় অর্জুন গেলেন কেন? ওঁর ব্যক্তিগত ব্যাপার ছিল না সেখানে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে অর্জুনের পাশে থাকা এক যুবক গুলি চালিয়েছে। স্থানীয়দের দাবি, অর্জুন নিজের হাতে গুলি চালিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।" পাশাপাশি অর্জুনের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন সোমনাথ। তিনি বলেন, "বারকপুরের বাসিন্দা আর এই গুন্ডাগিরি সহ্য করবে না। অর্জুন সারাক্ষণ মিথ্যা বলেন। এবার আর বাঁচতে পারবেন না। ওঁকে গ্রেপ্তার করা হোক।" সব মিলিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রণক্ষেত্র জগদ্দল! ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বোমাবাজি জগদ্দলে।
  • দিনেদুপুরে জগদ্দল বাজারে এক জুটমিল শ্রমিকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।
  • ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন থাকার পর কী করে বোমাবাজি তা নিয়ে উঠছে প্রশ্ন।
Advertisement