জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বনগাঁ স্টেশনে ট্রেন ঢোকার মুখে রেললাইনে ফাটল। তার জেরে আপাতত বনগাঁ-শিয়ালদহ শাখার আপ ও ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল। শনিবার সকালের এই ঘটনায় স্বাভাবিকভাবেই সমস্যায় রেলযাত্রীরা। গন্তব্যে পৌঁছতে রীতিমতো হিমশিম তাঁরা।
শনিবার সকাল। ঘড়ির কাঁটায় তখন ৯টা ৫০ মিনিট হবে। যাত্রীবোঝাই লোকাল ট্রেন বনগাঁ স্টেশনে ঢোকার মুখে ফাটল দেখতে পাওয়া যায়। থমকে যায় ট্রেন। প্রায় সঙ্গে সঙ্গে আপ এবং ডাউন শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর দেওয়া হয় রেলকর্মীদের। এর পর তড়িঘড়ি শুরু হয় রেললাইন মেরামতির কাজ। যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন সারানোর কাজ চলছে বলেই রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
এদিকে, সকাল সকাল রেল পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে রেলযাত্রীরা। গন্তব্য়ে পৌঁছতে চরম ভোগান্তির শিকার তাঁরা। অনেকেই মাঝপথে ট্রেন থেকে নেমে পড়েছেন। বাধ্য হয়ে অন্য পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন রেলযাত্রীরা। যশোর রোড ধরে বাস কিংবা অ্যাপ নির্ভর মোটরবাইক বা গাড়িতে করে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। আবার কেউ কেউ স্টেশনেই ট্রেন ছাড়ার অপেক্ষায় রয়েছেন। যদিও আপাতত ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়নি। কখন স্বাভাবিক হবে, সেদিকে তাকিয়ে অনেকেই।