বিক্রম রায়, কোচবিহার: কোচবিহারে ফের হামলার মুখে সক্রিয় তৃণমূল কর্মী। অনন্ত বর্মন নামে দিনহাটার এক যুবককে বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মাথা এবং পায়ে গুরুতর চোট নিয়ে তিনি ভরতি কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করে জেলা বিজেপি নেতৃত্বের দাবি, তাদের
সদস্যরাই এই এলাকায় প্রাণভয়ে রয়েছে।
বুধবার রাতের দিকে দিনহাটার ভেটাগুড়ি থেকে বাজার করে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন অনন্ত বর্মন নামে এক যুবক। তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। তাঁর মা পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ছিলেন। অভিযোগ, সিংহিজানি এলাকায় কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে তাঁকে ঘিরে ঘরে একদল দুষ্কৃতী। বাইক থামিয়ে, তাঁকে সেখান থেকে নামিয়ে বেধড়ক মারধর করা শুরু হয়।
মাথায়, পায়ে গুরুতর চোট পান অনন্ত। প্রথমে তাঁকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করানো হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে, স্থানান্তরিত করা হয়েছে কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অনন্তর আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: সীমান্তে বৈঠকের আগেই বিজিবির গুলি, শহিদ বিএসএফের মেজর]
আগাগোড়া তৃণমূলের সঙ্গেই সক্রিয়ভাবে জড়িত অনন্তর পরিবার। এলাকার তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সেই কারণেই তার উপর এমন হামলা
হয়েছে। এবং তাতে অভিযুক্ত বিজেপি। যেহেতু সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ির সামনেই ঘটনা ঘটেছে, তাই বিজেপি যোগ আরও ভালভাবে বোঝা যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মী, সদস্যদের। কিন্তু জেলা বিজেপি সভানেত্রী মালতী রাভা গোটা ঘটনার পিছনে বিজেপির জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর পালটা দাবি, ওই এলাকায় তৃণমূলের দাপটে বিজেপি কর্মী, সদস্যরাই ঘরছাড়া। ওখানে
এধরনের হামলা সংগঠিত করার কোনও প্রশ্নই ওঠে না। হামলাকারীদের কেউই এখনও ধরা পড়েনি। তাদের খোঁজে চলছে তল্লাশি।
[আরও পড়ুন: রাস্তা নই, প্রশাসনের ভরসায় না থেকে কোদাল হাতে নেমে পড়লেন ১০০ ‘দশরথ মাঝি’]
The post বাইক থেকে নামিয়ে তৃণমূল কর্মীকে বেধড়ক মার, কাঠগড়ায় বিজেপি appeared first on Sangbad Pratidin.
