সরস্বতী পুজোয় দুই দলের মধ্যে সংঘর্ষ। আর তা ঘিরে একেবারে রণক্ষেত্রের আকার নিল দিনহাটা কলেজ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। শুধু তাই নয়, একটা সময় পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করতেও দেখা যায় পুলিশকে। যা নিয়ে দিনহাটা কলেজের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অন্যান্য বছরের মতোই এবারও সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল দিনহাটা কলেজে। জেলার অন্যতম বড় কলেজ এটি। ফলে বহু ছাত্র-ছাত্রী সেখানকার পুজো দেখতে ভিড় জমান। সঙ্গে চলে আড্ডা, খাওয়া-দাওয়া। মহা ধুমধামের সঙ্গে দিনহাটা কলেজ চত্বরেও চলছিল সরস্বতী পুজো। সকাল থেকে নির্বিঘ্নে অনুষ্ঠান চললেও বেলা গড়াতেই বদলে যায় ছবিটা। পড়ুয়াদের দাবি, তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। ঘটনার সময় অনেক মানুষের ভিড় ছিল। অভিযোগ, ঠিক তখনই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। যা নিয়ে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। জানা যায়, অশান্তির জেরে দিনহাটা কলেজে আশা বহু ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। কলেজের মধ্যেই রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনা প্রসঙ্গে দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, ''সরস্বতী পুজোর দিন এই ঘটনা কাম্য নয়। আইন অনুযায়ী পুলিশ পদক্ষেপ করবে।''
