shono
Advertisement

গ্রাহকের অজান্তেই তাঁর নামে অ্যাকাউন্ট, লক্ষ লক্ষ টাকার বেআইনি লেনদেন

খোঁজ নিতে গিয়ে বিক্ষোভের মুখে ব্যাংক কর্মী৷ The post গ্রাহকের অজান্তেই তাঁর নামে অ্যাকাউন্ট, লক্ষ লক্ষ টাকার বেআইনি লেনদেন appeared first on Sangbad Pratidin.
Posted: 08:31 PM Apr 20, 2018Updated: 08:46 PM Apr 20, 2018

নন্দন দত্ত, সিউড়ি: গ্রাহক নিজেই জানেন না, অথচ তাঁর নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট থেকে গত তিন বছর ধরে তোলা হয়ে গিয়েছে টাকা৷ শুক্রবার তেমনই অ্যাকাউন্টের খোঁজ খবর করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হল ব্যাংক কর্মীকে৷

Advertisement

গ্রামবাসীদের অভিযোগ, তাঁরা এই অ্যাকাউন্টের বিষয়ে কিছুই জানেন না৷ তাহলে সেখানে তথ্য দেবেন কেন? বেসরকারি ব্যাংকের কর্মী মান্তু মণ্ডল জানান, বিয়য়টি তিনি ব্যাংক ম্যানেজারকে গিয়ে জানাবেন৷ এদিকে এমন ঘটনা ঘটে থাকলে তা অনভিপ্রেত৷ জানালেন, জেলার লিড ব্যাংক ম্যানেজার পীযূষ পাল৷ তিনি বলেন, গ্রাহকদের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে৷ তাও তিনি নিজে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন৷

[বিয়ের দু’মাসেই বালিকা বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, ধৃত স্বামী-শাশুড়ি]

ঘটনাকে কেন্দ্র করে ময়ূরেশ্বর দুই ব্লকের ব্রাহ্মণ বহরা গ্রামে শুক্রবার সকালে হুলস্থুল বেঁধে যায়৷ এদিন সাঁইথিয়ার একটি বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজার ব্রাহ্মণ বহরা গ্রামে গ্রাহকদের সঙ্গে দেখা করতে যান৷ ওই গ্রামে ছ’জন গ্রাহকের উপযুক্ত নথি ব্যাংকে দেওয়া ছিল না৷ আগে ব্যাংকের তরফে চিঠি দেওয়া হয় গ্রাহকদের৷ কিন্তু তারপরও কোনও কিছু না হওয়ায় ডেপুটি ম্যানেজার তদন্তে যান৷ তিনি গ্রামে যেতেই গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরেন৷ গ্রামবাসীদের দাবি, আদৌ তাঁরা ব্যাংকে কোনও অ্যাকাউন্ট খোলেননি৷ এমনকি অনেকেই জানান, তাঁরা ব্যাংকের নামও জানেন না৷ অথচ ব্যাংক সূত্রে জানা গিয়েছে, ওই সব গ্রাহকদের হিসাবের খাতায় ২০১৫ সাল থেকে ২৫ থেকে ৩৭ হাজার টাকা লেনদেন হয়ে গিয়েছে৷

২০১৬ সালে নোট বাতিলের সময় এমনই বেশ কিছু ভুয়ো অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে সাঁইথিয়ার বেসরকারি ব্যাংক থেকে৷তাপস গুহ নামে এক ব্যবসায়ী বিষয়টি জানতে পারেন আয়কর দপ্তরের নোটিস থেকে৷ তাপসবাবু জানতেন না, অথচ তাঁকে প্রচুর পরিমাণ কর ধার্য করা হয়৷ সিউড়ি আদালতের দ্বারস্থ হলে এক বেসরকারি ব্যাংক ম্যানেজারের জেল হয় বলে আদালত সূত্রে খবর৷ শুক্রবারও তেমনই প্রতারণার কথা জানান গ্রামের  সুখেন গড়াই, ভবানী ভুইমালিরা৷

[কবে পঞ্চায়েত ভোট? নয়া নির্ঘণ্ট নিয়ে অব্যাহত জটিলতা]

তারা জানান, তারা ওই বেসরকারি ব্যাংকের নাম পর্যন্ত জানেন না৷ তাহলে তাদের অ্যাকাউন্ট খোলা হল কি করে৷ তবে, ব্যাংকের একটি সূত্র জানাচ্ছে, কমিশন ভিত্তিতে ২০১৫ সালে গ্রাহক বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি এজেন্সিকে নিয়োগ করা হয়েছিল৷ তারাই এই গরমিল করে থাকতে পারে৷ কিন্তু ব্যাংক কর্তার জানাচ্ছেন,  গ্রাহকদের উপস্থিতিতে তার অ্যাকাউন্ট খোলা ব্যাংকের নিয়ম৷ লিড ব্যাংকের ম্যানেজার পীযূষ পাল বলেন, কোথাও একটি ফাঁক থেকে গিয়েছে৷ তবে গ্রাহকদের যাতে অসুবিধা না হয় তা তিনি দেখবেন৷ ছবি সুশান্ত পাল

The post গ্রাহকের অজান্তেই তাঁর নামে অ্যাকাউন্ট, লক্ষ লক্ষ টাকার বেআইনি লেনদেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement