shono
Advertisement

Breaking News

‘বাংলার রাজনীতি জানেন না জয়া বচ্চন’, লোকাল ট্রেনে জনসংযোগের মাঝেই দাবি লকেটের

করোনা, আমফানের সময় কোথায় ছিলেন? অমিতাভপত্নীকে প্রশ্ন লকেটের। দেখুন ভিডিও।
Posted: 02:23 PM Apr 07, 2021Updated: 07:20 PM Apr 07, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তাঘাট খারাপ হওয়ার অভিযোগে গরুর গাড়িতে উঠে পড়েছিলেন। মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদ করতে আবার উঠে পড়েছিলেন নৌকায়। ভোটের আবহে জনসংযোগের কোনও সুযোগ ছাড়ার পক্ষপাতী নন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (BJP Candidate Locket Chatterjee)। বাইক, সাইকেলে উঠেও প্রচারপর্ব সেরেছিলেন। এবার লোকাল ট্রেনে উঠে পড়লেন চুঁচুড়া কেন্দ্রের প্রার্থী। সেখান থেকেই তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করতে আসা জয়া বচ্চনকে (Jaya Bachchan) একহাত নিলেন বিজেপি নেত্রী।

Advertisement

বুধবার সকাল সকালই সঙ্গীদের নিয়ে স্টেশনে পৌঁছে গিয়েছিলেন লকেট। টিকিট কেটেই ট্রেনে উঠেছিলেন। জানান, জনসংযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা লোকাল ট্রেন। প্রতিদিন এতে করেই মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করে। গরুর গাড়ি, নৌকা, বাইক, সাইকেল সবকিছুতেই যখন উঠতে পেরেছেন তাহলে ট্রেন নয় কেন?

[আরও পড়ুন: ‘সাহসী বুথ এজেন্টদের পুরষ্কৃত করব’, দলীয় সমর্থকদের চাঙ্গা করতে ঘোষণা মমতার]

এরপরই জয়া বচ্চনের প্রসঙ্গ আসে। সেই সম্পর্কে কথা বলতে গিয়ে লকেট বলেন, “তিনি কোথায় ছিলেন আমাদের করোনার সময়? তিনি কোথায় ছিলেন আমাদের আমফানের সময়? বাংলার মহিলা হতে পারেন এবং আমি খুব অ্যাডমায়ার করি ওনাকে। ওনার এত ছবি দেখেছি। উনি কিছুই জানেন না, বাংলার রাজনীতির সঙ্গে ওনার পরিচয় নেই। উনি ভাল থাকুক, উনি সুস্থ থাকুক, এটাই বলব।”

উল্লেখ্য, ১০ এপ্রিল হুগলির চুঁচুড়া (Chunchura of Hooghly) কেন্দ্রে ভোটগ্রহণ। লকেটের বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়ছেন অসিত মজুমদার। গতবার তিনিই জিতেছিলেন চুঁচুড়ায়। বামেদের হয়ে লড়ছেন ডা. প্রণব কুমার ঘোষ।  অবশ্য এবার প্রচারে কোনও খামতি রাখছেন না লকেট।  চুঁচুড়া এলাকার কোনও জায়গাই বাদ রাখছেন না বিজেপি প্রার্থী। 

[আরও পড়ুন: শিল্পীদের ‘রগড়ে দেব’ মন্তব্যে অনড় দিলীপ ঘোষ, তীব্র প্রতিবাদ জানালেন লকেট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার