নিরুফা খাতুন: আজ দোল উৎসব। রং খেলা, খাওয়াদাওয়া সবমিলিয়ে দিনভর দেদার প্ল্যান রয়েছে সকলেরই। এদিকে সকাল থেকেই মুখভার তিলোত্তমার আকাশের। স্বাভাবিকভাবেই সকলের মনে ভয়, বৃষ্টি ভেস্তে দেবে না তো গোটা দিনের পরিকল্পনা? হাওয়া অফিস সূত্রে খবর, এদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাই নেই। বরং গরমে হাঁসফাঁস দশা হবে। ওড়িশা ও ঝাড়খণ্ডে লু বইবে। যার প্রভাব পড়বে বাংলার কয়েকটি জেলাতেও। তবে উত্তর ভাসবে বৃষ্টিতে।
দোলের ঠিক আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা পৌঁছেছিল ৩৫ ডিগ্রিতে। শুক্রবারও আবহাওয়া থাকবে একইরকম। শনি ও রবিবার আরও বাড়বে তাপমাত্রা। বসন্তেই গলদঘর্ম অবস্থা হবে। শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের ৫ জেলা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি হতে পারে। রবিবারও তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। সোমবারে ছবিটা থাকবে একইরকম।
তবে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ। আজ, শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টি হবে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে। রবিবার বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের বাকি জেলার আবহাওয়া থাকবে শুষ্ক। অন্যদিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা বেশ কয়েকটি রাজ্যে। জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরবাদেও আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হতে পারে অসম, মেঘালয়, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়ে।