নিরুফা খাতুন: পূর্বাভাস থাকলেও কালীপুজোর আনন্দ মাটি করতে পারেনি বৃষ্টি। ভাইফোঁটাতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত রাজ্যজুড়ে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। সামান্য বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। সপ্তাহান্তে আবহাওয়া বদলের সম্ভাবনা। তবে কি দূর হবে অস্বস্তি? উৎসবের মরশুম কাটতেই বঙ্গে দেখা মিলবে শীতের। সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে, যা অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি। এছাড়াও দক্ষিণ পশ্চিম আরব সাগরের আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শুক্রবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার থেকে জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। তার ফলে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এখনও স্বাভাবিকের উপরেই রয়েছে তাপমাত্রা। কোথাও কোথাও ৩-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে। তার পর আগামী তিন-চার দিনে স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশার দেখা মিলতে পারে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৯ থেকে ৯৪ শতাংশ। তবে আগামী বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি। এছাড়া মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।