নিরুফা খাতুন: কালীপুজোর রাতে দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি। তার ফলে বিষবাষ্পে ভরল তিলোত্তমা। কলকাতা পুলিশের অভিযানে চলল ধরপাকড়ও। ৫১৯.৭ কেজি নিষিদ্ধ বাজিও বাজেয়াপ্ত করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত কলকাতা পুলিশের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগ রয়েছে। আবার কারও কারও বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগও উঠেছে। রাত ১২টা পর্যন্ত গ্রেপ্তারির হিসাব একধাক্কায় বেড়ে যায় বেশ খানিকটা। মোট ২৯২ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তাদের মধ্যে ১১৭ জন নিষিদ্ধ বাজি ফাটানোর দায়ে ধৃত। বাকি ১৭৫ জনের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ রয়েছে। কালীপুজোর রাতে ৫১৯.৭ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে।
সুপ্রিম কোর্ট, কলকাতা হাই কোর্টের নিষেধাজ্ঞা মেনে কলকাতা পুলিশের তরফে কালীপুজোর আগেই বিবৃতি জারি করা হয়। বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে বলেই জানানো হয়েছে। তবে ওই সময়ের মধ্যে শব্দবাজি ফাটানো যাবে না বলেও উল্লেখ ছিল বিবৃতিতে। পরিবেশবান্ধব সবুজ বাজি ফাটানোর কথা বলা হয়েছিল। তবে তা সত্ত্বেও নিষেধাজ্ঞায় কোনও গুরুত্বই দেননি অনেকেই। সে কারণেই বৃহস্পতিবার রাতে কলকাতার উত্তর থেকে দক্ষিণ - সর্বত্র ফাটে দেদার শব্দবাজি। যার ফলে যেন কান পাতাই দায়। তবে শব্দদানবের তাণ্ডব রুখতে তৎপর কলকাতা পুলিশ। নিষিদ্ধ বাজি বাজেয়াপ্তের পাশাপাশি গ্রেপ্তারও হয় বহু।