shono
Advertisement
WB Weather Update

আজ থেকেই বঙ্গে বৃষ্টি, ভিজবে তিন জেলা! কলকাতায় কবে?

কমতে পারে তাপমাত্রা।
Published By: Paramita PaulPosted: 09:24 AM Apr 03, 2025Updated: 09:35 AM Apr 03, 2025

নিরুফা খাতুন: আজ থেকেই ভিজবে রাজ্য়ের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, উপকূল ও পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গী হবে দমকা ঝোড়ো বাতাস। কমতে পারে তাপমাত্রা।

Advertisement

উত্তরবঙ্গ থেকে মধ্যপ্রদেশ‌ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অক্ষরেখাটি বিহার ও ছত্রিশগড়ের উপর দিয়ে গিয়েছে। আরও একটি পূবালি অক্ষরেখা লাক্ষাদ্বীপ থেকে কঙ্কন এলাকা পর্যন্ত বিস্তৃত। ৮ এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আবার জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের উপরিভাগে এবং অসম এলাকায় রয়েছে আরও একজোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণে কোমরিন এলাকার উপরও একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। আর এর টানেই জলীয়বাষ্পে ঢুকছে বাংলায়।

হাওয়া অফিস বলছে, আজ উপকূল ও পশ্চিমের জেলায় ঝড়, বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৩০ - ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ বৃষ্টির হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার কলকাতা-সহ ও রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।

শুক্রবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আর বাড়বে উত্তরবঙ্গে। এই তিন জেলার সঙ্গে মালদহেও বৃষ্টি হতে পারে। সোমবার দার্জিলিং থেকে মালদহ, উত্তরের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তরের সব জেলাতে।

এদিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের সামান্য নিচে। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে নিচে নেমেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে। ফলে গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে। আগামী সপ্তাহে হাওয়া বদলের সম্ভাবনা। রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অনুমান আবহাওয়াবিদদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আজ থেকেই ভিজবে রাজ্য়ের একাধিক জেলা।
  • আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, উপকূল ও পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
  • সঙ্গী হবে দমকা ঝোড়ো বাতাস। কমতে পারে তাপমাত্রা।
Advertisement