নিরুফা খাতুন: গত কয়েকদিনে কার্যত ঝোড়ো ব্যাটিং করছে শীত। জানুয়ারিতে সর্বকালীন রেকর্ড গড়েছে তাপমাত্রা। পারদ নেমেছিল ১০ ডিগ্রিতে। অবশেষে খানিকটা উর্ধ্বমুখী তাপমাত্রা। পারদ ছুঁয়েছে ১২ ডিগ্রির ঘর। একইসঙ্গে দেখা মিলেছে রোদের। ফলে খানিকটা স্বস্তি পেয়েছে আমজনতা। অনেকের মনেই প্রশ্ন, তবে কি পৌষেই বিদায় হাঁড়কাপানো শীতের? তেমনটা নয় বলেই হাওয়া অফিস সূত্রে খবর।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যদিও তার কোনও প্রভাবই পড়বে না বাংলায়। ফলে কলকাতার তাপমাত্রা সামান্য বাড়লেও রাজ্যজুড়ে দাপট দেখাবে উত্তুরে হাওয়া। বজায় থাকবে শীতের আমেজ। ভোরের দিকে কুয়াশায় ঢাকবে পথঘাট। ফলে কমবে দৃশ্যমানতা। বিশেষ করে বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা মুড়বে কুয়াশার চাদরে। জানা গিয়েছে, আগামী শনিবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। রবিবার থেকে ধীরে ধীরে আরও খানিকটা উর্ধ্বমুখী হবে পারদ। তবে জেলাগুলিতে শুক্রবারেও জবুথবু দশা বাসিন্দাদের। আগামী কয়েকদিন একইরকম থাকবে আবহাওয়া। অর্থাৎ এখনই শীত বিদায়ের কোনও সম্ভাবনাই নেই। সংক্রান্তিতে একধাক্কায় অনেকটা নামবে পারদ।
দক্ষিণবঙ্গে খানিকটা তাপমাত্রা বাড়লেও দার্জিলিং-সহ গোটা উত্তরবঙ্গেও রীতিমতো দাপট দেখাচ্ছে শীত। তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪ থেকে ৫ ডিগ্রির আশেপাশে। ভোরের দিকে ঘন কুয়াশায় মুড়ছে চারপাশ, কমছে দৃশ্যমানতা। আগামী কয়েকদিন উত্তরের আবহাওয়াও এরকমই থাকবে বলেই খবর। মালদহ ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।
