shono
Advertisement
Bhatpara

তল্লাশি অভিযানে সাফল্য পুলিশের, ভাটপাড়া থেকে উদ্ধার অস্ত্র-কার্তুজ

গ্রেপ্তার এক দুষ্কৃতী।
Published By: Suhrid DasPosted: 03:09 PM Nov 28, 2025Updated: 03:51 PM Nov 28, 2025

অর্ণব দাস, বারাকপুর: অস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হল, গ্রেপ্তার এক দুষ্কৃতী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় (Bhatpara)। ধৃতের নাম মহম্মদ আসলাম। কোথা থেকে ওই অস্ত্র ও কার্তুজ উদ্ধার হল? সেই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ভাটপাড়া থানার পুলিশ। ভাটপাড়া (Bhatpara) পুরসভার ৬ নম্বর গলির একটি বাড়িতে হানা দেন তদন্তকারীরা। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২টি পাইপগান ও ১০ রাউন্ড কার্তুজ। গ্রেপ্তার করা হয় মহম্মদ আসলামকে। কী কারণে ওই অস্ত্র ও কার্তুজ মজুত করা হয়েছিল? অন্য কোথাও পাচারের জন্য ওইসব আনা হয়েছিল? নাকি এলাকায় হিংসা ছড়ানোর জন্য রাখা হয়েছিল বন্দুক, কার্তুজ? কারা এনেছিল ওই অস্ত্র? সেই তথ্য জানার চেষ্টা করছে ভাটপাড়া থানার পুলিশ। ধৃতকে প্রাথমিক জেরা করা হয়েছে। আজ, শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয়। হেফাজতে নিয়ে ধৃতকে জেরা করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে। বিজেপির তরফে অভিযোগ, আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, ভোটের প্রস্তুতির জন্য তৃণমূলের লোকজন অস্ত্র, কার্তুজ মজুত করতে শুরু করেছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ভাটপাড়ার কাউন্সিলর তরুণ শাহ সাউ জানিয়েছেন, এর সঙ্গে তৃণমূলের কোনও যোগসূত্র নেই। দু্ষ্কৃতীরা এই কাজ করছে। পুলিশ তাদের কাজ করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হল।
  • চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়।
  • কোথা থেকে ওই অস্ত্র ও কার্তুজ উদ্ধার হল? সেই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
Advertisement