নিরুফা খাতুন: শীতের ছন্দপতন! বেশ কিছুদিন জাঁকিয়ে ঠান্ডা পড়লেও ফের খামখেয়ালিপনা শুরু করেছে উত্তুরে হাওয়া। রবিবার বৃষ্টি কমে তাপামাত্রা নামলেও তা স্থায়ী হবে না। বুধবার বড়দিনের আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে জাঁকিয়ে শীত না পড়লেও। মনোরম আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোম, মঙ্গলবার সেই তাপামাত্রা বজায় থাকার পর, বুধবারের মধ্যে আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তারপর থেকে আগামী সপ্তাহজুড়ে তাপামাত্রার খুব একটা হেরফের হবে না। ফলত, জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। তবে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপামাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি। সকালের দিকে সামান্য ধোঁয়াশা আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। ফিরবে শীতের আমেজ। রাতের তাপমাত্রা কিছুটা কমলেও স্বাভাবিকের ওপরেই সর্বনিম্ন তাপমাত্রা।
দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের ৫ জেলায় রবিবার ঘন কুয়াশার সর্তকবার্তা দেওয়া হয়েছে। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহ জেলাতে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পরার সম্ভাবনা রয়েছে। রবিবার ২২ ডিসেম্বর এবং শুক্রবার ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা। চরম শৈত্য প্রবাহ হিমাচল প্রদেশে। শৈত্য প্রবাহ চলবে জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদে। ঘন কুয়াশার দাপট দেখা যাবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়ে।