shono
Advertisement
Weather Update

বৃষ্টি-কাঁটা উধাও, উষ্ণতা বাড়লেও মনোরম পরিবেশ দক্ষিণবঙ্গে, কী বলছে হাওয়া অফিস?

চলতি সপ্তাহে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
Published By: Sucheta SenguptaPosted: 09:50 AM Mar 24, 2025Updated: 09:55 AM Mar 24, 2025

নিরুফা খাতুন: কালবৈশাখীর কারণে একধাক্কায় অনেকটা পারদ পতন। তাই ভরা চৈত্রেও গত সপ্তাহে শীতের আমেজ উপভোগ করেছেন বঙ্গবাসী। চলতি সপ্তাহে অবশ্য বৃষ্টি-কাঁটা উধাও হতে চলেছে। সেইসঙ্গে উষ্ণতাও বাড়বে ধীরে ধীরে। তা সত্ত্বেও অবশ্য মনোরম পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এখনও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ৫ ডিগ্রি নিচে। তবে পশ্চিমের তিন জেলায় সোমবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে ভিজতে পারে উত্তরবঙ্গ।

Advertisement

অসম ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে রয়েছে সক্রিয় একটি ঘুর্ণাবর্ত। একটি অক্ষরেখা রয়েছে বিদর্ভ এলাকা থেকে কেরল পর্যন্ত। তার জেরে এখনও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। ফলে সকাল-সন্ধ্যায় মনোরম আবহাওয়া টের পাবেন বঙ্গবাসী। তবে এমন সুখের দিনও আর বেশিদিন নয়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। তিন থেকে পাঁচ ডিগ্রি বৃদ্ধি পেয়ে চলতি সপ্তাহে পারদ ছুঁতে চলেছে ৩৫ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলিতে তা ৩৮-৪০ ডিগ্রি হতে পারে। বুধবার থেকে এই উষ্ণতাবৃদ্ধি টের পাওয়া যাবে। পরবর্তী দু'দিন একইরকম থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আপাতত কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার পশ্চিমের তিনটি জেল - বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে।

এদিকে, উত্তরবঙ্গের পার্বত্য তিন জেলায় সোমবার হালকা বৃষ্টিরল সামান্য সম্ভাবনা। এরপর ঊর্ধ্বমুখী হবে পারদ। পরবর্তী তিনদিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বুধবারের মধ্যে এই তাপমাত্রা পরিবর্তনের পর পরবর্তী দু'তিনদিন একই রকম থাকবে আবহাওয়া। তবে শুক্রবার থেকে ফের হাওয়া বদল। উত্তরবঙ্গের পার্বত্য দু,তিনটি জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি - এই তিন জেলায় মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হওয়ার সম্ভাবনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃষ্টি-কাঁটা সরে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি বঙ্গে।
  • তবে স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকায় এখনও সকাল-সন্ধ্যা মনোরম পরিবেশ।
  • সপ্তাহান্তে তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, পূর্বাভাস হাওয়া অফিসের।
Advertisement