shono
Advertisement
West Bengal Weather Update

মাঘেই শীত বিদায়! চড়চড়িয়ে উষ্ণতা বৃদ্ধিতে 'অশনি সংকেত', কী বলছে হাওয়া অফিস?

দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা - দুটিই স্বাভাবিকের চেয়ে বেশি। কলকাতার আবহাওয়া কেমন?
Published By: Sucheta SenguptaPosted: 10:27 AM Jan 20, 2026Updated: 11:57 AM Jan 20, 2026

ক্যালেন্ডারের হিসেব সব উলটেপালটে দিচ্ছে আবহাওয়ার খামখেয়ালিপনা। ছোটবেলায় পড়া পৌষ,মাঘ দু'মাস শীতকাল - এই তথ্য ভুলতে বসার পালা। কারণ, মাঘের প্রথমার্ধ্বেই রাজ্য থেকে শীত কার্যত উধাও! সকালে কিছুটা শীতল আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়চড়িয়ে উষ্ণতা বৃদ্ধির কারণে গায়ে গরম জামাকাপড় রাখাই দায়। আর আবহাওয়ার এমন চরিত্রে স্পষ্ট, এবার সোয়েটার, জ্যাকেট, লেপ, কম্বল তুলে রাখার পালা। হাওয়া অফিসের পূর্বাভাস, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটিই স্বাভাবিকের চেয়ে বেশি। বুধবার থেকে উষ্ণতা আরও বাড়বে।

Advertisement

হাওয়া অফিসের পূর্বাভাস, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটিই স্বাভাবিকের চেয়ে বেশি। বুধবার থেকে উষ্ণতা আরও বাড়বে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পাঞ্জাব ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে বুধবার। সকাল-সন্ধ্যায় হালকা ও মাঝারি কুয়াশা, সঙ্গে শীতের আমেজ। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কার্যত শীত উধাও। উর্ধ্বমুখী পারদ। বুধবার থেকে ক্রমশ তাপমাত্রা বাড়বে। পরের কয়েকদিন তা একই রকম থাকবে। দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতেই। ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত নেই। কলকাতা-সহ বাকি জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। কলকাতা ও সংলগ্ন এলাকায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের চেয়ে বেশি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ঘোরাফেরা করবে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। বুধ এবং বৃহস্পতিবার আরও অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত আর নেই। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা পার্বত্য এলাকা থেকে সমতল বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায়। সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী পাঁচদিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি। বুধবার থেকে তা আরও বাড়বে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯৫ শতাংশ। আগামী ৭দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement