shono
Advertisement
Bengal Weather Update

উত্তরে হলুদ, ৫ জেলায় লাল, কলকাতায় কমলা, রাজ্যজুড়ে তাপপ্রবাহের সতর্কতা

এপ্রিলজুড়ে দাবদাহ চলবে বাংলায়। ইতিমধ্য়ে ৫ জেলায় তাপপ্রবাহের লাল সতর্কবার্তা জারি হয়েছে। সবমিলিয়ে উত্তরের উপরের দিকের কয়েকটি জেলা বাদে সর্বত্রই রোদের আগুনে পুড়বে রাজ্যবাসী। লাল-হলুদ-কমলা সতর্কতার অর্থ কী?
Posted: 11:08 AM Apr 25, 2024Updated: 02:22 PM Apr 25, 2024

নিরুফা খাতুন: এপ্রিলজুড়ে দাবদাহ চলবে বাংলায়। বঙ্গবাসীকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। ইতিমধ্য়ে ৫ জেলায় তাপপ্রবাহের লাল সতর্কবার্তা জারি হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় জারি কমলা সতর্কতা। উত্তরের তিন জেলার জন্যও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সবমিলিয়ে উত্তরের উপরের দিকের কয়েকটি জেলা বাদে সর্বত্রই রোদের আগুনে পুড়বে রাজ্যবাসী।

Advertisement

হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের স্পেল চলবে গোটা এপ্রিল মাস। সপ্তাহন্তে চরম আকার নেবে তাপপ্রবাহ। ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রাও। বৃহস্পতিবার ও শুক্রবার তীব্র তাপপ্রবাহ তলবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায়। ইতিমধ্যে জারি হয়েছে লাল সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এর মধ্যে রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনার জেলার কিছু অংশ। বেলা বাড়লে জেলাগুলিতে লু বইবে।

[আরও পড়ুন: আমেঠি-রায়বরেলিতে মনোনয়নের আগেই রামলালার দর্শনে অযোধ্যায় রাহুল-প্রিয়াঙ্কা! তুঙ্গে জল্পনা]

তাপপ্রবাহের প্রবাহ পড়বে উত্তরের জেলাগুলিতেও। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে চলবে তাপপ্রবাহ। মালদহ ও উত্তর দিনাজপুরে রয়েছে কমলা সতর্কবার্তা রয়েছে। উত্তর দিনাজপুরে জারি রয়েছে হলুদ সতর্কতা। ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা নেই। তবে উত্তরের উপরের ৫ জেলায় বৃষ্টি বাড়বে। 

লাল-হলুদ-কমলা সতর্কতার অর্থ কী? লাল সতর্কতা মানে তীব্র তাপপ্রবাহ। সতর্কতার রং কমলা হলে তীব্রতা কিছুটা কম। আর হলুদ মানে শুধুই তাপপ্রবাহ। অর্থাৎ গোটা রাজ্যেই তাপপ্রবাহ চলবে বলে জানিয়ে দিল হাওয়া অফিস।

[আরও পড়ুন: ‘ভোট না দিন, অন্তত আমার শেষকৃত্যে আসবেন’, নিজের গড়ে আবেগঘন আবেদন খাড়গের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement