নিরুফা খাতুন: অবাধ গতিতে উত্তরের হাওয়া বইতে শুরু করেছে বাংলায়। ফলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামছে। আগামী সাতদিন শীতের স্পেল চলবে। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডা মালুম হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীত ভালোই অনুভব হচ্ছে বলে খবর।
আজ, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, মঙ্গলবার সকালে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস কম। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েক দিন প্রায় একই থাকবে। এমনই জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে বলে খবর।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ অনেকটাই নিচে রয়েছে। আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। উপকূল ও সংলগ্ন এলাকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথা জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকবে। তবে বেলা বাড়লে কুয়াশা কেটে যাবে বলে খবর।
উত্তরবঙ্গেও শীতের অনুভব আগামী সাতদিন ভালোই অনুভব হবে বলে খবর। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। পার্বত্য এলাকায় আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে বলে খবর। মালদহ-সহ উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে খবর। দার্জিলিং-সহ পার্বত্য অঞ্চলে কুয়াশার ভালো প্রভাব থাকবে বলে খবর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব থাকবে বলে খবর।
