shono
Advertisement

Coronavirus Update: সুখবর, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুহীন গোটা বাংলা

যদিও সংক্রমিতের সংখ্যা বাড়ল কিছুটা।
Posted: 07:21 PM Mar 02, 2022Updated: 08:05 PM Mar 02, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গবাসীর কাছে সুখবর। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুহীন গোটা বাংলা। যদিও সংক্রমিতের সংখ্যা বাড়ল কিছুটা। বেড়েছে পজিটিভিটি হারও।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। দৈনিক সংক্রমিতের নিরিখে শীর্ষে কলকাতা। সেখানে একদিনে ৩২ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২৮ জন আক্রান্ত হওয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখনও পর্যন্ত মোট ২০ লক্ষ ১৫ হাজার ৪০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। অ্যাকটিভ কেস ১ হাজার ৭৯৫।

[আরও পড়ুন: ভারতের শক্তি বাড়ছে বলেই ইউক্রেন থেকে পড়ুয়াদের ফেরানো যাচ্ছে, উত্তরপ্রদেশের ভোটপ্রচারে দাবি মোদির]

সংক্রমিতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে উদ্বেগ। তবে গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য মৃত্যুশূন্য। করোনা একদিনে প্রাণ কাড়েনি কারও। তাই মোট মৃতের সংখ্যায় কোনও হেরফের নেই। এখনও পর্যন্ত বাংলায় ২১ হাজার ১৭৮ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হারও যথেষ্ট ভাল। একদিনে সুস্থ ১৬৬ জন। এখনও পর্যন্ত ১৯ লক্ষ ৯২ হাজার ৪৩৩ জন। সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ।

একদিনে ২২ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৪২ লক্ষ ৫৮ হাজার ৪৬৪টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৬৯ শতাংশ। আপাতত রাজ্যে অনেকটাই শিথিল কোভিডবিধি। অনলাইন ক্লাস এখন প্রায় অতীত। খুলে গিয়েছে স্কুল। তবে আগামী ১৫ মার্চ পর্যন্ত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি নৈশকালীন বিধিনিষেধ।

[আরও পড়ুন: ইউক্রেনে প্রাণ গেল আরও এক ভারতীয় পড়ুয়ার, যুদ্ধের আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement