shono
Advertisement
Coronation Bridge

আধুনিক চার লেনের রাস্তা, করোনেশন ব্রিজের বিকল্প সেতু তৈরি হবে কবে?

করোনেশন সেতু দুর্বল হওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ আছে।
Published By: Suhrid DasPosted: 07:47 PM Nov 28, 2025Updated: 07:47 PM Nov 28, 2025

বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: ডিসেম্বর মাসের মধ্যে সেবকের করোনেশন সেতুর বিকল্প সেতু তৈরির টেন্ডার প্রক্রিয়া শেষ হবে। শুক্রবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের সঙ্গে করোনেশন সেতু পরিদর্শনের পর এমনই দাবি করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। প্রস্তাবিত নতুন সেতু সেবক থেকে শুরু হয়ে এলেনবাড়িতে শেষ হবে। আধুনিক চার লেনের সেতু হবে। খরচ হবে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। এই সেতু তৈরি হলে উত্তরবঙ্গ, সিকিম ও উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।

Advertisement

সাংসদ বলেন, "ইতিমধ্যে সেতু সহ সংযোগকারী অ্যাপ্রোচ রোড রাজ্যের পূর্ত দফতর থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে চলে এসেছে। ডিসেম্বরের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হবে। এরপরই কাজ শুরু হবে।" জানা গিয়েছে, বিকল্প সেতুটি তৈরি হলে শুধু দার্জিলিং, কালিম্পং পাহাড় এবং তরাই-ডুয়ার্স নয়। উত্তর-পূর্ব ভারতের সড়ক যোগাযোগ উন্নত হবে। নতুন সেতু সেবক থেকে শুরু হয়ে এলেনবাড়িতে শেষ হবে। এই সেতু এবং সংযোগকারী রাস্তা শিলিগুড়ি রিং রোড এবং শিলিগুড়ি থেকে গোরক্ষপুরের সংযোগকারী এক্সপ্রেসওয়ে তৈরির ক্ষেত্রে সহায়ক হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সেভক করোনেশন সেতুর বিকল্প সেতু তৈরির দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে ডুয়ার্স ফোরাম।

জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, করোনেশন সেতু দুর্বল হওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ আছে। সেখানে হাইট ব্যারিয়ার বসানোর কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে ওই কাজ শেষ করতে বলা হয়েছে। সেবক করোনেশন সেতু 'বাঘপুল' নামেও পরিচিত। ১৯৩৭ সালে রাজা ষষ্ঠ জর্জ ও রানি এলিজাবেথের রাজ্যাভিষেকের স্মরণে এর নামকরণ করা হয় এবং এটি ১৯৪১ সালে প্রায় ৬ লক্ষ টাকায় তৈরি করা হয়। এটি দার্জিলিং এবং কালিম্পং জেলাকে যুক্ত করেছে। এর পাশ দিয়ে নতুন বিকল্প সেতু নির্মাণের পরিকল্পনা চলছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডিসেম্বর মাসের মধ্যে সেবকের করোনেশন সেতুর বিকল্প সেতু তৈরির টেন্ডার প্রক্রিয়া শেষ হবে।
  • শুক্রবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের সঙ্গে করোনেশন সেতু পরিদর্শনের পর এমনই দাবি করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।
Advertisement