shono
Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, গ্রেপ্তার পুলিশ আধিকারিকের স্ত্রী

ওই মহিলা এর আগেও একাধিক প্রতারণামূলক কাজ করেছে বলেই অভিযোগ।
Posted: 10:52 AM Apr 02, 2023Updated: 10:52 AM Apr 02, 2023

দেবব্রত মণ্ডল, বারুইপুর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের প্রতারিতর। টাকা হাতানোর দায়ে গ্রেপ্তার মহিলা। ধৄতকে শনিবার বারুইপুর আদালতে পেশ করা হয়। ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক৷

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৄতের নাম ইচ্ছা সিনহা দাস৷ ধৄত ইচ্ছা সিনহা দাস একজন পুলিশ আধিকারিকের স্ত্রী৷ ২০১৯ সালে সোনারপুরে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তার স্বামীর৷ অভিযুক্ত ইচ্ছা সিনহা দাস নিজেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করে বলেই অভিযোগ৷ আবার কখনও কখনও নিজেকে আইপিএস অফিসার বলেও পরিচয় দিত৷

[আরও পড়ুন: যৌন মিলনের পর নিজের স্ত্রীকে বন্ধুকে দিয়ে ‘ধর্ষণ’, গ্রেপ্তার অভিযুক্ত]

সম্প্রতি এক সংবাদকর্মীকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পারচেজ ম্যানেজার পদে চাকরি দেওয়ার প্রস্তাব দেয় ইচ্ছা৷ তাঁর কাছ থেকে সাড়ে ৬ লক্ষ টাকা নেয় বলেও অভিযোগ। তবে শেষমেশ চাকরি হয়নি। ওই সংবাদকর্মী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করা হয়।

ওই মহিলা এর আগেও একাধিক প্রতারণামূলক কাজ করেছে বলেই অভিযোগ। এর আগে মদের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করেও লক্ষাধিক টাকা নেয় সে। এছাড়া সরকারি নথি জাল করার অভিযোগে আগে তাকে গ্রেপ্তার করেছিল সোনারপুর থানার পুলিশ৷ বর্তমানে সে জেল হেফাজতে ছিলেন৷ নরেন্দ্রপুর থানায় চাকরি দেওয়ার নাম করে জালিয়াতির অভিযোগ জমা পড়লে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য বারুইপুর মহকুমা আদালতে আবেদন জানানো হয়৷ সেই আবেদনে মঞ্জুর করে আদালত৷ ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ ধৄতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৪৭১ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷

[আরও পড়ুন: ED-CBI থেকে বাঁচতেই বিজেপিতে যান রাজু! কয়লা মাফিয়া খুনের পর দিলীপ-কৈলাসদের তোপ বাবুল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement