shono
Advertisement

চোখের সামনে মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট ছেলের, বাঁচাতে গিয়ে প্রাণ হারাল মা ও বোন

ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। The post চোখের সামনে মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট ছেলের, বাঁচাতে গিয়ে প্রাণ হারাল মা ও বোন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:39 PM Jul 05, 2019Updated: 09:39 PM Jul 05, 2019

সুরজিৎ দেব, ডায়মন্ডহারবার: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক মহিলা ও তাঁর দুই সন্তান। শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার মিলন মোড়ে। মৃতরা হলেন মঞ্জুরী নস্কর(৪৮), তাঁর ছেলে পরমেশ্বর নস্কর (২৫) ও মেয়ে পল্লবী নস্কর(২০)। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। তদন্তও শুরু হয়েছে। প্রাথমিকভাবে তাদের ধারণা, মুষলধারে বৃষ্টির সময় কোনওভাবে বাড়ির কোনও বিদ্যুতের তার লোহার গ্রিলের সংস্পর্শে আসে। এর ফলেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

Advertisement

[আরও পড়ুন- খুনিদের দ্রুত শাস্তি হোক, বরুণ বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে পথে নামলেন সুটিয়ার মানুষ]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢোলাহাটের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের মিলন মোড় এলাকায় বাড়ি মঞ্জুরী নস্করের। শুক্রবার তাঁর স্বামী ঢালাই মিস্ত্রির কাজ করতে বেরিয়েছিলেন। আর তিন মেয়ের মধ্যে দুই মেয়ে গিয়েছিল স্কুলে। বাড়িতে ছিলেন তিনি, পল্লবী ও পরমেশ্বর। শুক্রবার বিকেল চারটে নাগাদ হঠাৎ পরমেশ্বর চিৎকার করে ওঠেন। মেয়েকে নিয়ে মঞ্জুরীদেবী ছুটে গিয়ে দেখেন পরমেশ্বর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রয়েছে। দেরি না করে তাঁকে ছাড়াতে যান দু’জনে।

কিন্তু, সঙ্গে সঙ্গে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপরই বাঁচার জন্য চিৎকার করতে থাকেন তাঁরা। চেঁচামেচি শুনে ছুটে আসনে প্রতিবেশীরা। আর এসে দেখেন তিনজনই গ্রিলের সঙ্গে আটকে রয়েছেন। বিষয়টি বুঝতে পেরে কাছে থাকা ট্রান্সফর্মারের মেনসুইচ বন্ধ করে দেন তাঁরা। এরপরই মেঝেতে ছিটকে পড়েন মঞ্জুরী ও তাঁর ছেলেমেয়ে। সঙ্গে সঙ্গে স্থানীয় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

[আরও পড়ুন-অনাস্থা প্রস্তাবে অসন্তোষ, আইন দেখিয়ে ডেপুটিকে অপসারণ পুরসভার চেয়ারম্যানের]

স্থানীয় বাসিন্দাদের অনুমান, বাড়ির বিদ্যুতের সুইচবোর্ড ছিল লোহার গ্রিলের তৈরি গেটের একেবারে কাছেই। কোনওভাবে তাতে বিদ্যুৎ সংযোগ হয়েছিল। তা না জেনে ওই কোলাপসিবল গেটে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন পরমেশ্বর। আর তাঁকে বাঁচাতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় মঞ্জুরীদেবী ও পল্লবীর।

The post চোখের সামনে মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট ছেলের, বাঁচাতে গিয়ে প্রাণ হারাল মা ও বোন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement