shono
Advertisement

হাসপাতালে যাওয়ার পথে প্রসব যন্ত্রণা, হকারদের তৎপরতায় স্টেশনেই জন্মাল শিশু

কাপড় টাঙিয়ে প্রসবের ব্যবস্থা করলেন হকাররা৷ তদন্তের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের The post হাসপাতালে যাওয়ার পথে প্রসব যন্ত্রণা, হকারদের তৎপরতায় স্টেশনেই জন্মাল শিশু appeared first on Sangbad Pratidin.
Posted: 05:45 PM Aug 26, 2018Updated: 06:15 PM Aug 26, 2018

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: নিখরচায় চিকিৎসাই শুধু নয়, বাড়ি থেকে ‘নিশ্চয়যান’-এ চাপিয়ে গর্ভবতী মহিলাদের হাসপাতালে আনার ব্যবস্থা করেছে সরকার৷ কিন্তু, ঘটনা হল, হাসপাতালে যাওয়ার পথে সোনারপুর স্টেশনে সন্তানের জন্ম দিলেন এক মহিলা৷ ফিল্মি কায়দায় স্টেশনে কাপড় টাঙিয়ে প্রসবের ব্যবস্থা করলেন হকাররাই৷ মা ও শিশু দু’জনেই এখন ভরতি সুভাষগ্রাম হাসপাতালে৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদপ্তর৷

Advertisement

[ তিন মাসের শিশুকে ট্রেনে ফেলে গেল মা, উদ্ধার করল জিআরপি]

মহিলার নাম কৃষ্ণা নস্কর৷ বাড়ি সোনারপুরের তেঘরিয়ায়৷ স্বামী রাজু নস্কর পেশায় রিকশাচালক৷ অন্তঃসত্ত্বা ছিলেন কৃষ্ণা৷ প্রসবের আর বেশি দেরি ছিল না৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, তাঁকে সুভাষগ্রাম হাসপাতালে ভরতি করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা৷ শনিবার সন্ধ্যায় ট্রেন ধরার জন্য স্ত্রীকে নিয়ে সোনারপুর স্টেশনে গিয়েছিলেন রাজু৷ কিন্তু ট্রেনে আর উঠতে পারেননি তাঁরা৷ স্টেশনে পৌঁছতেই ওই গৃহবধূর প্রসব যন্ত্রণা শুরু হয়৷ পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, সোনারপুর স্টেশনেই সন্তান প্রসব করেন ওই গৃহবধূ৷ স্ত্রীর অবস্থা দেখে যখন দিশেহারা অবস্থা রাজুর, তখন এগিয়ে আসেন স্টেশনের হকাররা৷ ভিড় জমে যায় নিত্যযাত্রীদেরও৷ স্টেশনের একটি অংশে কাপড় টাঙিয়ে ঘিরে ফেলা হয়৷ শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে, মা ও সদ্যোজাতকে নিয়ে যাওয়া হয় সুভাষগ্রাম হাসপাতালে৷ দু’জনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে৷

প্রসূতিকে দ্রুত হাসপাতালে আনার জন্য ‘নিশ্চয়যান’ চালু করা হয়েছে৷ এমনকী, প্রসবের পর মা ও শিশুকে গাড়ি করে বাড়িতেও পৌঁছে দেওয়া হয়৷ ভাড়া তো লাগেই না, উলটে প্রসূতির পরিবারকে নগদ টাকা দেয় সরকার৷ তাহলে কলকাতা শহরের উপকণ্ঠে সোনারপুরে এমন ঘটনা ঘটল কী করে? এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদপ্তর৷  

[দরিদ্রদের জন্য ‘ভগবানের দোকান’ খুললেন দেবলীনা-তথাগত]

The post হাসপাতালে যাওয়ার পথে প্রসব যন্ত্রণা, হকারদের তৎপরতায় স্টেশনেই জন্মাল শিশু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement