অর্ণব দাস, বারাসত: বিয়েবাড়ির নিমন্ত্রিত হিসাবে গিয়েছিলেন। ওই অনুষ্ঠানে এক ব্যক্তির মোবাইল চুরি হয়। সেই মোবাইলটি উদ্ধার হয় বধূর কাছ থেকে। তারপর থেকে সপ্তাহখানেক আর দেখা যায়নি তাঁকে। বৃহস্পতিবার সকালে নিজের ঘর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার হাবড়া থানার কুমড়া কাশিপুর পঞ্চায়েতের আনোখোলা গ্রামের এই ঘটনায় ব্যাপক শোরগোল।

মৃত কবিতা বৈদ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ছত্রিশের ওই বধূ সম্প্রতি এলাকারই একটি বিয়েবাড়িতে যান। ওই বিয়েবাড়িতেই এক ব্যক্তির মোবাইল চুরি হয়। হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে কবিতার কাছ থেকেই চুরি যাওয়া মোবাইলটি উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, তারপর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন কবিতা। নিজেকে একপ্রকার গৃহবন্দি করে ফেলেন।
বৃহস্পতিবার তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরিবারের লোকজনের দাবি, আত্মগ্লানি থেকে অবসাদে ভুগেই তিনি আত্মহত্যা করেছেন। থানায় এই বিষয়ে এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় তদন্তকারীরা।