সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ খুশির ইদ, তবু খুশির নয় মায়ানমারে। ভূমিকম্পে বিধ্বস্ত দেশটি স্বাভাবিক জীবন যাত্রায় ফিরতে কঠিন যুদ্ধ চালাচ্ছে। এর মধ্যেই এল মনখারাপ করা খবর---শুক্রবার যখন ভূমিকম্প হয়েছিল, তখন সে দেশের মসজিদগুলিতে চলছিল জুম্মার নমাজ। রমজানের মাসে সেই নমাজ পড়তে পড়তে প্রাণ হারিয়েছেন প্রায় ৭০০ জন। ইদের সকালে একথা জানাল মায়ানমারের মুসলিম সংগঠন 'স্প্রিং রেভলিউশন মায়ানমার মুসলিম নেটওয়ার্ক'। ওই সংগঠনটির হিসাব মতো ভূমিকম্পে ভেঙে পড়েছে সেদেশের ৬০টি মসজিদ।

গত শুক্রবার ভয়ংকর ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৭। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ৩৪০০ জন। ‘স্প্রিং রেভলিউশন মায়ানমার মুসলিম নেটওয়ার্ক’ কমিটির সদস্য টুন কি জানিয়েছেন, শক্তিশালী এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের কমপক্ষে ৬০টি মসজিদ। জুম্মার নমাজ চলাকালীন ভূমিকম্প হওয়ায় ভেঙে পড়া মসজিদে চাপা পড়ে প্রাণ হারাণ অন্তত ৭০০ জন।
সমাজমাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ভূমিকম্পের ধাক্কায় মসজিদ ভেঙে পড়ছে। প্রাণ বাঁচাতে ছুটে পালাচ্ছেন নমাজিরা। টুন কি জানিয়েছেন, মূলত পুরনো মসজিদগুলিই প্রকৃতির রোষে ধ্বংস্তূপে পরিণত হয়েছে। এদিন মায়ানমারের সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, নিহত, আহতের পাশাপাশি ৩০০ জন নিখোঁজ।