সঞ্জিত ঘোষ, নদিয়া: জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। সেই ঘটনায় জড়িয়ে পড়লে এক মহিলাকে মারধর করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সোমবার সেই ব্যক্তি জামিন পেয়ে বাড়ি ফিরে এলে ফের রাতে ঝামেলা হয়। সেসময় অভিযোগকারী মহিলাকে লক্ষ্য করে চালানো হয় গুলি। তিনি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়ায়।
গুলিবিদ্ধ ওই মহিলার নাম সাবিনা মিস্ত্রি। ওই জমি নিয়ে বিবাদের জেরেই তাঁর উপর আক্রমণ হল বলে অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুসারে, একটি জমি নিয়ে চাপড়ার পুকুরিয়া এলাকার দুই ভাইয়ের পরিবারের সঙ্গে বিবাদ চলছিল। শনিবার দুই পরিবারের মধ্যে হাতাহাতিও হয়। ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ায় প্রতিবেশী সাবিনা মিস্ত্রিকে সেদিন ব্যাপক মারধর করা হয়েছিল। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সাবিনা বিবির অভিযোগের ভিত্তিতে সেসময় আব্বাস শেখকে গ্রেপ্তার করা হয়েছিল। সোমবার তিনি আদালত থেকে জামিন পেয়ে বাড়ি ফিরে আসেন।
সাবিনা মিস্ত্রির অভিযোগ, রাতে তিনি বাড়ি ফিরছিলেন। তখন আব্বাস, হজ, ওসমান নামে তিনজন তাঁর পথ আটকান। কেন অভিযোগ করা হয়েছে সেই প্রশ্নের পরেই ওই মহিলাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তাঁর পায়ে গুলি লাগলে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্তরা। পরে ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই কৃষ্ণনগর জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় এলাকায় যথেষ্ঠ আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ওই তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে।