shono
Advertisement
Birbhum

জলাধার থেকে মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার, ফের বীরভূমে খুন?

পরপর দু'দিন দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।
Published By: Sayani SenPosted: 03:23 PM Feb 22, 2025Updated: 03:23 PM Feb 22, 2025

নন্দন দত্ত, সিউড়ি: জলাধারে বস্তায় ভাসছে দুটি দেহ। তা দেখে হইচই শুরু হয়ে যায়। পুলিশ দেহ উদ্ধার করতে এসে চক্ষু চড়কগাছ। উদ্ধার হয়েছে এক মহিলা এবং পোষ্যের দেহ। বীরভূমের ব্রাহ্মণী নদীর উপর ডেউচা জলাধারের এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে খুন করা হয়েছে। কে বা কারা তাকে খুন করল, মহিলা আদৌ এলাকার বাসিন্দা - তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement

শুক্রবার মহম্মদবাজারের ম্যানেজার পাড়ায় বাড়ি থেকে মহিলা এবং তাঁর দুই সন্তানের দেহ উদ্ধার হয়। তবে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কিনারা করে পুলিশ। পরকীয়ার জেরে খুন বলেই জানা গিয়েছে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই জোর হইচই। ওই মহিলাকে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ওই মহিলা এলাকার কিনা তা জানা যায়নি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর শোরগোল।

বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "দেউচা পাঁচামির জেরে একের পর এক খুন। যারা জমি দিতে অস্বীকার করছে তাদের খুন করা হচ্ছে।" পরপর মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মনে উদ্বেগ বাড়ছে বলেই দাবি সিপিএমের জেলা কমিটির সদস্য তথা কৃষক সভার জেলা সম্পাদক অরূপ বাগের। বিরোধীদের তোলা অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন তৃণমূল জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, "দেউচা পাঁচামির কর্মকাণ্ডে সকলে জমি দিচ্ছেন। সহমতের মাধ্যমে গড়ে উঠেছে। বিজেপি অযথা রাজনীতি করছে। রাজনীতি করা উচিত নয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জলাধার থেকে মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার।
  • খুন করে দেহ ভাসিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ।
  • পরপর দু'দিন দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।
Advertisement