shono
Advertisement
Domkal

ডোমকলে ঘর থেকে উদ্ধার মহিলার দেহ, স্বামীর পরকীয়া জেনে ফেলতেই কি 'খুন'?

ঘটনার পর থেকেই পলাতক ওই মহিলার স্বামী।
Published By: Suhrid DasPosted: 06:59 PM Apr 05, 2025Updated: 08:02 PM Apr 05, 2025

অতুলচন্দ্র নাগ, ডোমকল: গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ডোমকলে। আজ শুক্রবার সকালে নিজের ঘর থেকেই ওই মহিলার দেহ উদ্ধার হয়। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও খবর। ঘটনার পর থেকেই স্বামী আবুল বাশার মণ্ডল পলাতক। স্বামী ওই গৃহবধূকে 'খুন' করেছে। এমনই অভিযোগ উঠেছে মৃতার বাপেরবাড়ির তরফে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার শাকিলা বিবি(৩৮)। তাঁর বাপেরবাড়ি ডোমকলের রমনা বসন্তপুরে। দক্ষিণ নগরের বাসিন্দা আবুল বাশার মণ্ডলের সঙ্গে প্রায় দুই দশক আগে বিয়ে হয়েছিল তাঁর। ওই দম্পতির বছর ১৭-এর এক পুত্র সন্তানও আছে জানা গিয়েছে। মৃতার বাপেরবাড়ির তরফে অভিযোগ, বিভিন্ন সময়ে শাকিলা বিবির উপর অত্যাচার করত। স্ত্রী ও ছেলের জন্য তেমন কোনও দায়িত্বও পালন করত না সে। বাধ্য হয়ে বাপেরবাড়ির লোকজনকে দু'জনের জন্য টাকাপয়সা পাঠানো হত।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করে। মাঝেমধ্যে গ্রামের বাড়িতে ফেরে। ফিরতেই শুরু হয়ে যেত স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি। স্ত্রীকে আবুলের পছন্দ নয়। সেই কথাও প্রতিবেশীদের কাছে সে একাধিকবার বলেছিল বলে অভিযোগ। এবার দিন কয়েক আগে আবুল বাড়ি এসেছিল। অতীতের মতো এবারও দু'জনের মধ্যে বিবাদ দেখা যায়। এদিন শনিবার সকাল শাকিলা বিবির কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপর লোকজন ঘরে ঢুকে দেখেন লেপ ঢাকা দেওয়া অবস্থায় শুয়ে আছেন তিনি। লেপ সরাতে দেখা যায়, মৃত অবস্থায় পরে আছেন তিনি। তাঁর শরীরের একাধিক অংশে আঘাতের চিহ্ন দেখা যায়। এদিকে সকাল থেকে উধাও আবুল বাশার মণ্ডল।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। ওই ব্যক্তি কোনও মহিলার সঙ্গে কি সম্পর্কে জড়িয়ে পড়েছে? পরকীয়ার থেকেই কি এই 'খুন'? সেই প্রশ্ন উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ডোমকলে।
  • আজ শুক্রবার সকালে নিজের ঘর থেকেই ওই মহিলার দেহ উদ্ধার হয়।
  • তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও খবর।
Advertisement