shono
Advertisement
Midnapore

পরপুরুষের সঙ্গে উধাও! মেদিনীপুরে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী

সাত বছর আগে ওই দম্পতির বিয়ে হয়েছিল।
Published By: Suhrid DasPosted: 08:00 PM Apr 11, 2025Updated: 08:01 PM Apr 11, 2025

সম্যক খান, মেদিনীপুর: স্বামী-পুত্রকে ছেড়ে পরপুরুষের সঙ্গে উধাও মা! এমনই অভিযোগ উঠেছে আলো বিশ্বাস ঘোষ নামে এক তরুণীর বিরুদ্ধে। স্ত্রী ছেলে চলে গিয়েছেন, সেই অভিযোগ তুলে জীবন্ত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। সেই শ্রাদ্ধের কাজ করানো হল চার বছরের ছোট্ট পুত্র সন্তানকে দিয়েই। স্বামী অভ্রজ‌িৎ ঘোষ নিজেই সামাজিক মাধ্যমে সেই ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। ঘটনায় যথেষ্ঠ চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়।

Advertisement

জানা গিয়েছে, সাত বছর আগে গড়বেতার দারখোলা গ্রামের বাসিন্দা অভ্রজ‌িৎ ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল আলো বিশ্বাসের। দু'জনের সম্পর্কও সাবলীল ছিল বলে খবর। তাঁদের দু'জনের একটি চার বছরের পুত্র সন্তানও রয়েছে। দিন কয়েক আগে ছেলেকে ডাক্তার দেখাতে গিয়েছিলেন আলো। সেখানেই ছেলেকে রেখে তিনি উধাও হয়ে যান বলে অভিযোগ। তারপর থেকে আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। স্বামী অভ্রজ‌িৎ ঘোষের অভিযোগ, স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তার সঙ্গেই স্ত্রী চলে গিয়েছে।

এরপরই সকলকে অবাক করে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন ওই ব্যক্তি। বাড়িতেই স্ত্রীর শ্রাদ্ধের আয়োজন করা হল। শ্রাদ্ধের কাজকর্ম করানো হল ছেলেকে দিয়ে। কেন ওই টুকু সন্তানকে এই ঘটনায় জড়ানো হল? সেই প্রশ্নও উঠেছে। বুধবার ওই শ্রাদ্ধশান্তির কাজ করা হয় বাড়িতে। এলাকার লোকজনরাও সেখানে উপস্থিত ছিলেন। সেই শ্রাদ্ধের ছবি, ভিডিও ফেসবুকে আপলোড করেছেন অভ্রজ‌িৎ ঘোষ। নেটিজেনরা ওই সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে বেশ শোরগোল ফেলেছে। যদিও সেই ছবি ও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। অভ্রজ‌িৎ সেখানে লিখেছেন, "সমাজের কাছে আজকে এমন এক দৃষ্টান্ত স্থাপন করলাম। আমার বিবাহিত স্ত্রী আমাকে ও আমার চার বছরের সন্তানকে ছেড়ে অন্য ছেলের হাত ধরে পালিয়েছে। সে এমন এক মা যে তার সন্তানকে অস্বীকার করে। ভালোবেসে আমরা বিয়ে করেছিলাম।"

ওই তরুণীর বাবাও গোটা ঘটনায় হতবাক। মেয়ে কেন এমন কাজ করল, ভাবতে পারছেন না তিনি। প্রসঙ্গত, এর আগে মালদহে স্ত্রী চলে যাওয়ায় তাঁর শ্রাদ্ধ করেছিলেন স্বামী।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্বামী-পুত্রকে ছেড়ে পরপুরুষের সঙ্গে উধাও মা! এমনই অভিযোগ উঠেছে আলো বিশ্বাস ঘোষ নামে এক তরুণীর বিরুদ্ধে।
  • স্ত্রী ছেলে চলে গিয়েছেন, সেই অভিযোগ তুলে জীবন্ত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী।
  • সেই শ্রাদ্ধের কাজ করানো হল চার বছরের ছোট্ট পুত্র সন্তানকে দিয়েই।
Advertisement