shono
Advertisement
Bardhaman

কসবা কাণ্ডের প্রতিবাদে বর্ধমানে ডিআই অফিসে তালা কংগ্রেসের, পুলিশের সঙ্গে ধুন্ধুমার

বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন ছিল।
Published By: Suhrid DasPosted: 05:43 PM Apr 11, 2025Updated: 05:44 PM Apr 11, 2025

অর্ক দে, বর্ধমান: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে এসএসসির প্রায় ২৬ হাজার শিক্ষকের। ক্ষোভে পথে নেমেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের একটা অংশ। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় ডিআই অফিসেও অভিযান চলছে। আজ শুক্রবার কসবা কাণ্ডের প্রতিবাদে বর্ধমান ডিআই অফিসে প্রদেশ কংগ্রেসের অভিযান ছিল। সেই কর্মসূচি ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল।

Advertisement

কসবায় ডিআই অফিস অভিযানে গিয়ে শিক্ষকদের আক্রান্ত হতে হয়েছে বলে অভিযোগ। এদিকে বিক্ষোভকারী শিক্ষকদের বিরুদ্ধেও একাধিক উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগও উঠেছে। ওই ঘটনা নিয়ে বিভিন্ন মহলে চাপানউতোড় দেখা দিয়েছে। এদিকে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদের পথে নেমেছেন বিরোধীরা। আজ শুক্রবার ওই ঘটনার প্রতিবাদে বর্ধমানে পথে নেমেছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা। সেখানেই পুলিশের সঙ্গে বিক্ষোভ, ধস্তাধস্তি হয়।

জানা গিয়েছে, কসবা কাণ্ডের প্রতিবাদে বর্ধমান শহরের ডিআই অফিসে তালা ঝোলানো অভিযান নিয়েছিল কংগ্রেস। এদিন বেলা তিনটে নাগাদ বর্ধমান জেলার কংগ্রেস নেতা গৌরব সমাদ্দারের নেতৃত্বে কর্মী-সমর্থকরা জড়ো হয়েছিলেন। এদিকে এদিন দুপুরেই বর্ধমানে কার্জন গেটের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ছিল। দুই কর্মসূচির জন্য শহরে ব্যাপক পরিমানে পুলিশ কর্মী মোতায়েন ছিল। শুক্রবার বেলা তিনটের সময় কংগ্রেসের প্রতিবাদীরা ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। অফিসের মূল দরজার বাইরে তালা লাগানোর চেষ্টাও হয়।

সেসময় পুলিশ কর্মীরা তাঁদের বাধা দেন। কংগ্রেসের বিক্ষোভকারীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের উপর বিক্ষোভকারীদের একটা অংশ রীতিমতো চড়াও হয়েছিলেন বলে অভিযোগ। এরপরেই পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। ওই ঘটনায় এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও পুলিশ দ্রুত সেই এলাকা ফাঁকা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে এসএসসির প্রায় ২৬ হাজার শিক্ষকের।
  • ক্ষোভে পথে নেমেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের একটা অংশ।
  • শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় ডিআই অফিসেও অভিযান চলছে।
Advertisement