গোবিন্দ রায়: অজ্ঞাতপরিচয় মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বসিরহাটের মিনাখাঁয়। ওই মহিলার শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে। এছাড়াও ধারালো অস্ত্রের দাগ দেখা রয়েছে বলে খবর। শনিবার সকালে এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। ধর্ষণ করে কি ওই মহিলাকে খুন করা হয়েছে? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁর ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের দেবিতলা মূলত মেছোভেড়ি এলাকা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সীমান্ত এলাকায় পড়ে ওই গ্রাম। এলাকাটিও যথেষ্ট শুনশান। শনিবার সকালে মেছোভেড়ি এলাকাতে এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ ভাসতে দেখতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা দেহ দেখে মিনাখাঁ থানায় খবর দেন। বছর ৩৮-এর ওই মহিলা স্থানীয় নয়। অর্ধনগ্ন ওই মহিলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে ভারী কিছু দিয়ে একাধিকবার আঘাত করা হয়েছে। শুধু তাই নয়, শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, ওই মহিলাকে খুন করা হয়েছে। ধর্ষণের অভিযোগও তুলছেন স্থানীয়রা। ধর্ষণ করে কি তাঁকে খুন করা হয়েছে? ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে। তেমনই জানাছে পুলিশ। দেহ পাওয়ার জায়গায় চাপ চাপ রক্ত দেখা গিয়েছে। সেখানেই কি খুন করা হয়েছে? নাকি অন্য কোথাও খুন করে সেখানে মৃতদেহ ফেলা হয়েছে? সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাইরে কোথাও খুন করে মেছোভেড়ির জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই কথাও দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। মৃতার পরিচয় জানার জন্য আশপাশের এলাকায় খোঁজখবর শুরু হয়েছে। কোনও মহিলা নিখোঁজ ছিলেন কিনা, তাও জানার চেষ্টা চলছে। এদিনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।